নিজস্ব প্রতিবেদক :
বিএনপি সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও অন্যের মাধ্যমে ঠিকই নাম দিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন সেটাই বিএনপির নাম। আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সকালে খুলনা বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের এই ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বলেন, এরইমধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সভা হয়েছে। আমাদের নেত্রী সেখানে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। সেই আলোকে এই ভার্চুয়াল সভা। মূল লক্ষ্যটা হচ্ছে, তৃণমূল পর্যায়ে নেত্রীর যে নির্দেশনা ছিল- সম্মেলন করা, সংগঠনকে নতুন করে ঢেলে সাজানো। তারা বলেন, যারা দলের নির্দেশনা মানেন না, তাদের বিষয়ে তো আমাদের আগে থেকেই নির্দেশনা আছে। যারা বহিষ্কার হয়েছেন, সাময়িক বহিষ্কার হয়েছেন, শোকজ হয়েছেন, তাদেরটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নেতৃত্বে আনা যাবে না। এ বিষয়গুলো সামনে রেখে দলকে গণমুখী করা, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে ঢেলে সাজানো, যাতে দলের নতুন নেতৃত্বের ওপর জনগণের প্রত্যাশার জায়গাটা আরও শক্তিশালী হয়, সুদৃঢ় হয়। এ লক্ষ্যে দলকে সম্মেলন করতে হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা ও অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।
সর্বশেষঃ
জাফরুল্লাহর প্রস্তাবিত নামই বিএনপির নাম: হানিফ
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- ১৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ