• রবিবার, ২১ জুলাই ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

ঢাবির ভর্তি পরীক্ষা ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : উপাচার্য

Reporter Name / ৩৯৬ Time View
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
দেশের আট বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের’ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য পরীক্ষা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে গতকাল বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা দেশের আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য পরীক্ষা ঘিরে আমাদের যে সব নিরাপত্তা নেওয়া দরকার, সেগুলো এরইমধ্যে সম্পন্ন করেছি। কোথাও কোনো প্রশ্নফাঁস কিংবা জালিয়াতির কোনো সুযোগ নেই। আমরা সব জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ আমাদেরকে সব ধরনের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছে।’ উপাচার্য আরও বলেন, ‘যারা এর আগে ভর্তি জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছে, তাদের আমরা খুঁজে খুঁজে বের করে বহিষ্কার করেছি। দুদিন আগেও দুজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। আর, আট বিভাগের আটটি বিশ্ববিদ্যালয়ের একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলোতেও কোনো ধরনের সমন্বয়হীনতা থাকবে না। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে।’ এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে মোট আবেদনকারী এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন, আসনসংখ্যা ১৮১৫টি, আসনপ্রতি লড়বে ৬৪.৯৯ জন, ‘খ’ ইউনিটে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, আসনসংখ্যা ২৩৭৮টি, আসনপ্রতি পরীক্ষার্থী ২০.০৩ জন, ‘গ’ ইউনিটে মোট আবেদনকারী ২৭ হাজার ৩৭৪ জন, আসনসংখ্যা ১২৫০টি, প্রতি আসনে লড়বে ২১.৯০ জন, ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারী এক লাখ ১৫ হাজার ৮৮১ জন, আসনসংখ্যা ১৫৭০টি, প্রতি আসনে লড়বে ৭৩.৮১ জন, ‘চ’ ইউনিটে মোট আবেদনকারী ১৫ হাজার ৪৯৬ জন, আসনসংখ্যা ১৩৫টি, প্রতি আসনে লড়বে ১১৪.৭৯ জন, সব ইউনিটে মোট আবেদনকারী তিন লাখ ২৪ হাজার ৩৪০ জন, আসনসংখ্যা ৭১৪৮টি, প্রতি আসনে লড়বে ৪৫.৩৭ জন। আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। এরপরে ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category