নিজস্ব প্রতিবেদক :
জ্বালানি, খাদ্য ও সার নিয়ে দেশে কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, যে কোনো জিনিসের আমদানির ক্ষেত্রে ছয় মাসের পরিকল্পনা নিয়ে এগোতে হয়।এর অধিক সময়ের মালামাল মজুতের কোনো জায়গা দেশে নেই। সার ও জ¦ালানি প্রতিনিয়তই শিপে দেশে ঢুকছে। মজুতের পরিমাণও বাড়ছে। তাই মজুতেরও কোনো সংকট হবে না। যেহেতু ছয় মাসের ধারণ ক্ষমতার বেশি জায়গা নেই তাই এর বেশি স্টোরও করা যাবে না। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে বাড়তি দামে তেল বিদেশ থেকে কিনতে হচ্ছে। তাই অপচয় আমাদের কম করতে হবে। তিনি আরও বলেন, বৈশিষ্ণক সমস্যার কারণে প্রতিটি দেশ আজ আক্রান্ত। প্রতিটি দেশে লোডশেডিং শুরু হয়েছে। আমেরিকা, ইংল্যান্ড জাপানের নিজস্ব ব্যবস্থাপনায় তেল উৎপাদন করলেও তাদের দেশেও লোডশেডিং চলছে। আমারা যেহেতু তেল উৎপাদন করতে পারি না। তাই আমাদের বাড়তি শতর্ক থাকতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা জি.এম মোহাম্মদ কবির, জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেকসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।