• শনিবার, ২০ জুলাই ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

দেশে প্রথম নিউরোসার্জারি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জনস (এসিএনএস) ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক হাইব্রিড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী এ কনফারেন্সের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমইউর সার্জারি অনুষদের ডিন এবং বাংলাদেশ নিউরোসার্জারি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. হোসেন, বাংলাদেশ নিউরোসার্জারি সোসাইটি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নিউরো সার্জনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠান থেকে বলা হয়, বাংলাদেশের তরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন থেকে নিউরো সার্জনরা আহোরিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের মানুষকে উন্নত এবং আধুনিক নিউরো সার্জিক্যাল সেবা দিতে পারবেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, নিউরোলজিক্যাল চিকিৎসাসেবায় যেসব আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও যন্ত্রপাতির রয়েছে সেসব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল নিউরোলজিক্যাল সেন্টার চালু করা হবে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে সফলভাবে লিভার ট্র্যান্সপ্লান্ট, ক্যাডাভেরিক ট্র্যান্সপ্লান্ট করতে পেরেছি। আমরা তরুণ চিকিৎসকদের এসব বিষয়ে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছি। এ আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. হোসেন বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এ কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে, তরুণ নিউরোসার্জনদের নিউরো সার্জিক্যাল আধুনিক চিকিৎসায় দক্ষ করে গড়ে তোলা। আমরা এবারে ক্যাডাভেরিক ওয়ার্কশপ, পাশাপাশি লাইভ সার্জারি করে কীভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, তা শিখিয়েছি। তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ করে নিউরো সার্জিক্যাল সেবা যেন উন্নত বিশ্বের মতো হয় আমরা সেলক্ষ্যে কাজ করছি। পর্যায়ক্রমে বাংলাদেশে এখন অনেক নিউরোসার্জন তৈরি হচ্ছে। আমাদের লক্ষ্য দক্ষ নিউরো সার্জন গড়ে তুলে জেলা হাসপাতালগুলো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিউরো সার্জিক্যাল স্বাস্থ্যসেবা উন্নত করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category