নিজস্ব প্রতিবেদক :
দেশের উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের ভ্যাট প্রদান করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এ উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবিলায় অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার বৃদ্ধি করতে হবে। কর হার কমিয়ে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কর জিডিপি রেশিও বৃদ্ধি নিয়ে কাজ করছে এনবিআর। আগামীতে কর হার কমিয়ে আয়ের পরিধি বাড়ানো হবে। অনুষ্ঠানে সেরা ভ্যাট প্রদানকারী হিসেবে ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড। এ সময় রাজস্ব বৃদ্ধিতে কৃষিসহ বিভিন্ন খাতে কর অব্যাহতি বাতিল করার পরামর্শ দিয়েছেন কর কমিশনাররা।