নিজস্ব প্রতিবেদক :
ট্রেড লাইসেন্স আছে কি না, সে খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন দোকান পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকা পরিদর্শনে এসে আশপাশের দোকানে তিনি ট্রেড লাইসেন্সের খোঁজ নেন। এদিন বেলা ১১টার দিকে ওই এলাকার বিভিন্ন দোকানে লাইসেন্সের বিষয়ে দোকানিদের সঙ্গে কথা মেয়র। এসময় তিনি একটি স্টেশনারি শো পিসের দোকানে ঢুকে দোকান মালিককে জিজ্ঞেস করেন ট্রেড লাইসেন্স আছে কি না। দোকানি মেয়রের প্রশ্নের জবাবে ট্রেড লাইসেন্স আছে বলে জানান। মেয়র লাইসেন্স দেখতে চাইলে দোকানি তা বের করে দেখান। ট্রেড লাইসেন্স থাকায় দোকানিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসেন ব্যারিস্টার তাপস। অন্য একটি দোকানে ঢুকে ট্রেড লাইসেন্স দেখতে চাইলে দোকানি তা দেখান। এ সময় মেয়র দোকানিকে বলেন, ট্রেড লাইসেন্স দোকানে টাঙিয়ে রাখবেন, যেন দোকানে ঢুকেই দেখা যায়। তাহলে কেউ জিজ্ঞেস করবে না। এভাবেই আরও বেশ কয়েকটি দোকানে ঢুকে ট্রেড লাইসেন্সের খোঁজখবর নেন মেয়র। এদিন সকালে মিলব্যারাক সংলগ্ন ধোলাইখাল পাম্প স্টেশন ও জলাধার পরিদর্শনে বের হন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। যাত্রাপথে বিভিন্ন দোকান পরিদর্শন করেন তিনি।
সর্বশেষঃ
দোকানে গিয়ে নিজেই ট্রেড লাইসেন্সের খোঁজ নিলেন মেয়র তাপস
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৬:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- ১৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ