নিজস্ব প্রতিবেদক :
দেশে ধানের অবৈধ মজুত সন্ধানে অভিযান থেমে যায়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সেই সঙ্গে চাল আমদানির ফলে দেশীয় কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও নেই বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় কৃষির উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। এ সময় এসিআই, প্রাণ-আরএফএল, স্কয়ারসহ দেশের কৃষিপণ্য বিপণনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।চাল আমদানির ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাজার স্থিতিশীল রাখতেই সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে। আমাদের কাক্সিক্ষত একটি টার্গেট আছে; যা প্রকাশ করা হবে না। কাক্সিক্ষত সেই পরিমাণ চাল দেশে এসে গেলে আমদানি বন্ধ করে দেওয়া হবে। কাজেই চাল আমদানিতে দেশীয় কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। আমদানির ফলেই চালের বাজার স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন কৃষিমন্ত্রী। দেশে এখন চিকন চালের চাহিদা বেড়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরফলে দেশীয়ভাবে চিকন চাল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার। পৃথিবীর কোনও দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই, বাংলাদেশেও আর কোনোদিন আসবে না বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যতই এ (তত্ত্বাবধায়ক সরকার) নিয়ে কথা বলুক বা বিদেশিদের সঙ্গে কথা বলুক; এতে কোনও লাভ হবে না। নির্বাচনে আসতে হলে বিএনপিকে জনগণের কাছেই ফিরতে হবে। যুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতাধর দেশই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোনও কিছু করার নেই। তিনি বলেন, বিএনপি যদি মনে করে বিদেশিদের সাথে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে সেটা কোনোদিনই সফল হবে না।
সর্বশেষঃ
ধানের অবৈধ মজুত সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে: কৃষিমন্ত্রী
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- ১৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ