• শনিবার, ২০ জুলাই ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে ধরাশায়ী শ্রীলঙ্কা

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপে দাপট দেখালেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নড়বড়ে শ্রীলঙ্কা। গতকাল শনিবার দিনের একমাত্র ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছে বড় ব্যবধানে। আগে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের বিধ্বংসী সেঞ্চুরিতে শক্ত স্কোর গড়ে কিউইরা। তারপর বোল্ট-সাউদির পেস আক্রমণে লঙ্কানরা গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।কিউইরা পায় ৬৫ রানের জয়। এই জয়ে কিউইদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ২ রানে প্রথম উইকেট পতনের পর ১৫ রানে নেই তিনটি! সেখান থেকে ৮৪ রানের জুটি গড়েন ড্যারি মিচেল ও গ্লেন ফিলিপস। যাদের মাঝে মিচেলের সংগ্রহ ২২ রান। আর ৬১ বলে সেঞ্চুরি তুলে নেন ফিলিপস। তিনি আউট হন ৬৪ বলে ১০ চার এবং ৪ ছক্কায় ১০৪ রানে। ৬ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৭ উইকেটে ১৬৭ রান তোলে নিউজিল্যান্ড। কাসুন রাজিথা নেন ২ উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বিধ্বংসী পেস আক্রমণে মাত্র ৮ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা! এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। তাদের সর্বোচ্চ জুটি ৩৪ রানের। ষষ্ঠ উইকেটে এই জুটি গড়েন অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাক্ষে (৩৪)। যেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ১৯.২ ওভারে শ্রীলঙ্কা অল আউট হয়েছে ১০২ রানে। নিউজিল্যান্ড পেয়েছে ৬৫ রানের জয়। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বোল্ট। দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার আর ইশ সোধি। ১ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন টিম সাউদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category