সুকুমার বাবু দাস,জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ
পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামে অবস্থিত বাংলাদেশ সরকার এর জনো নেত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরে বাস করতেন এক অসহায় প্রতিবন্ধী পিতা মোঃ আইবুল হক (৬৩) ,তার মেয়ে (১৮)।স্বামীর বাড়ী হতে বাবার বাড়ি ১ নং অমরখানা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে তার বাবার পুরাতন বাড়ি থেকে বাবা জন্য রাতের খাবার নিয়ে সোনারবান আশ্রয়ন প্রকল্পে আসেন।বাবাকে রাতের খাবার দিয়ে ফিরার সময়, এমনতো অবস্থায় আগে থেকে উৎপেতে থাকা, একই ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের মোঃ সামশুল হক এর লম্পট ছেলে মোঃ সাহাজাত (৩৫) অসহায় প্রতিবন্ধী বাবার মেয়েকে গত ১৩/৮/২০২১ রোজ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ০৭.৪৫ টার সময় রাস্তায় আটকায় এবং মেয়েটিকে একা পেয়ে জলিল খাঁ এর কমলাপাড়া চা বাগানে ফেলে ধর্ষণ করে। ধর্ষণের পরে মেয়েটির কান্না শুনে এলাকার লোকজন এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করলে মেয়েটি ধর্ষণের ঘটনা খুলে বলে, পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য কে অভিযোগ করলে ইউপি সদস্য তালবাহানা করে ১৫ দিন কাটিয়ে দিয়ে বলে এ বিষয়ে আমি কিছুই করতে পারবোনা ততদিনে মেয়েটির ধর্ষণের আলামত অনেকটা দুর্বল হয়ে যায়। ধর্ষিতার বাবা কোন বিচার না পেয়ে স্থানীয় সাংবাদিকদের শরণাপন্ন হয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে জানতে পারে ঘটনার সত্যতা। পরে মেয়ে ও মেয়ের বাবাকে আইনের শরণাপন্ন ওয়ার পরামর্শ দেয়। এলাকার প্রত্যক্ষদর্শীরা বলেন লম্পট মোঃ সাহাজত পূর্বে এমন ঘটনা আরো ঘঠিয়েছিল। অসহায় প্রতিবন্ধী মেয়ের বাবা পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়েল করেন, যাহার মামলা নং ১৫৪ এই ধর্ষণের দায়ে ধর্ষক কে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এছাড়া এলাকাবাসী এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে করে এমন অসহায় প্রতিবন্ধীদের উপর আর কেউ অত্যাচার করার সাহস না পায়।