• শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

পরীক্ষায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই: ঢাবি উপাচার্য

Reporter Name / ৪২৬ Time View
Update : শনিবার, ২ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন প্রথমবারের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাগুলো অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। প্রত্যেক কেন্দ্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রেখেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অবৈধ বা বিতর্কিত কিছু ঘটেনি। অভিভাবকদের ভিড়ের বিষয়ে তিনি বলেন, অভিভাবকদের ভিড়ের বিষয়টি লক্ষ্য করেছি। পরীক্ষার্থীর চেয়ে তিনগুণ বেশি অভিভাবক থাকলে তো সমস্যা। ভিড় না করতে এবং শিক্ষার্থীদের সঙ্গে বেশি অভিভাবক না আসার অনুরোধ করছি। আপনারা সবাই সচেতন নাগরিক, আশা করছি বিষয়টি বিবেচনায় নেবেন। এ সময় তিনি পরীক্ষাগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। গুজবের বিষয়ে তিনি বলেন, কিছু গুজবের বিষয়ে জেনেছি, এগুলো শুধুই গুজব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আশা করছি, ঘটবেও না। গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। হলে শিক্ষার্থীদের উঠে যাওয়ার বিষয়ে উপাচার্য বলেন, এই খবরটি আমরা পেয়েছি। আইন তার নিজস্ব গতিতে চলবে। হলগুলো ৫ অক্টোবর খোলার ব্যাপারে যে শর্ত রয়েছে, সেভাবে সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ না করে সবাই দায়িত্বশীল আচরণ করি, আশা করি, আমরা সহনশীল থাকবো। তিনি আরও বলেন, আজ (আজ শনিবার) সন্ধ্যায় এ নিয়ে প্রভোস্ট কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের বিষয়গুলো বরদাস্ত করা হবে না। সব সময়ই শৃঙ্খলা, স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো আমাদের অগ্রাধিকারে রয়েছে। প্রভোস্ট কমিটির সভায় তথ্যগুলো নিয়ে পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময় অক্টোবরের ৫ তারিখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হল খোলা হবে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের সাতটি বিশ্ববিদ্যালয়ের মোট ৬৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কোনো ধরনের অপ্রীতিকর ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। ঢাবির প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, পরীক্ষার শেষ পর্যন্ত আমরা কোনো ধরনের খারাপ সংবাদ পায়নি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২ জন। আর মোট আসন সংখ্যা ২৩৭৮টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২০ জনের বেশি ভর্তিচ্ছু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category