• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
‘মুজিবনগর দিবস’ বাঙালির পরাধীনতার শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী শ্রম আইনের মামলায় ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্ব থাকবে জনস্বাস্থ্যেও: পরিবেশ মন্ত্রী অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিকল্পভাবে পণ্য আমদানির চেষ্টা করছি: বাণিজ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব অর্জন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: রাষ্ট্রপতি শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান বন কর্মকর্তার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়: পরিবেশমন্ত্রী পুরান ঢাকার রাসায়নিক গুদাম: ১৪ বছর ধরে সরানোর অপেক্ষা ভাসানটেক বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে : মেয়র আতিক

পল্লবীর সাহিনুদ্দিন হত্যার ভিডিও নোয়াখালীর যতন সাহার বলে অপপ্রচার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৩৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পল্লবীর সাহিনুদ্দিন হত্যার ভিডিও নোয়াখালীর যতন সাহার বলে অপপ্রচার করা হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের শিগগিরই খুঁজে বের করা হবে। তারা কেন এসব করছে তার জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হবে। মঙ্গলবার দুপুরে ‘র‌্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর হত্যার সঙ্গে জড়িত ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়ালসহ সবাইকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই হত্যাকা-ের একটি ভিডিও তখন ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেটিকে নোয়াখালীর যতন সাহা হত্যাকা- বলে চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এসব কারা, কেন করছে তা আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করবে। আইনের আওতায় নেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লার ম-পে যিনি ঘটনাটি ঘটিয়েছেন, যে ঘটনার কারণে এতকিছু, তাকে আমরা শিগগিরই ধরে ফেলবো। সে বারবার স্থান পরিবর্তন করছে, তাই ধরা পড়ছে না। তবে দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। কেন সে এই কাজ করলো, আমরা তা জানবো, আপনাদেরও জানাবো। আসাদুজ্জামান খান কামাল বলেন, উপমহাদেশ তথা পৃথিবীর অনেক দেশ অনেক কিছু করে, আমরা কিছু করি না। আমাদের অসাম্প্রদায়িকতার দেশ, আজকে সেই পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, এবারে পূজাম-পে হামলা করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় চাঁদপুরে হিন্দুদের উপসানালয়ে হামলা হয়েছিল। সেখানে আইনমৃঙ্খলা বাহিনী ফায়ার করতেও বাধ্য হয়েছে। সেখানে পাঁচ জন মারা গেছে। কেন এই হামলা? পরিতোষ নামে এক তরুণ ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিতোষের স্ট্যাটাসের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পুলিশ পাহারা দিয়েছে। তার বাড়িতে হামলা হয়নি, তার পাশের গ্রামে হামলা হয়েছে। আমরা হামলাকারীদের শনাক্ত করছি। তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমগুলোকে আরও সোচ্ছার হতে হবে। আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০১৪ সালে এনটিএমসি গঠন করা হয়। এর সফলতা আইনশৃঙ্খলা বাহিনী পেতে শুরু করেছে। অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য এক জায়গায় করবো। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রযুক্তির ব্যবহার অপরাধ দমনেও সহায়তা করবে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মঈনুর রহমান চৌধুরী বলেন, সোশ্যাল মিডিয়ার এই যুগে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি প্রযুক্তির ব্যবহার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন বলেন, যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের-ই আইনের আওতায় আনা হবে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক জিয়াউল আহসান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের তদন্ত, সংস্থা, নিরাপত্তা সংস্থাসহ যেসকল বাহিনী রয়েছে তাদের প্রযুক্তির ব্যবহার করতেই হবে, তা না হলে অপরাধ আরও বেড়ে যাবে। অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে।’ তিনি বলেন, ‘অন্যান্য সংস্থাও এর সুফল পাবে বলে আমি মনে করি। সঞ্চালক আলী আশরাফ তুষারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ। তিনি বলেন, র‌্যাবের প্রযুক্তির ব্যবহার করায় এখন থেকে অপরাধ ও অপরাধীকে শনাক্তে আরও অবদান রাখবে। তিনি বলেন, র‌্যাব সদস্যদের সবকিছু ডিজিটালাইজড করা হবে। তারা ছুটির আবেদন মোবাইলে করতে পারবেন, জ¦ালানি খরচ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে, রেশন পদ্ধতি ডিজিটাল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category