• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
  • ই-পেপার

ফজলে রাব্বী জনগণের আইনজীবী ছিলেন: তাপস

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ২৫ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জনগণের আইনজীবী ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নামাজে জানাযা শেষে মেয়র ব্যারিস্টার শেখ তাপস গণমাধ্যমকে এ কথা বলেন। মেয়র বলেন, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া আইন অঙ্গনের পথিকৃৎ ছিলেন। ওঁর কাছে এসে কেউ ফিরে যেতো না। তিনি জনগণের আইনজীবী ছিলেন। তিনি কখনো ফির জন্য দেনদরবার করতেন না। আইন অঙ্গনে দীর্ঘ পদচারণায় কোনোদিন তার বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটিও করেনি। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমনভাবে মিশে যেতেন, তার ফলশ্রæতিতে, তিনি তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বারবার নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পীকার হয়েছেন। আজকে জানাযাতে আপনারা উপলব্ধি করছেন সব স্তরের মানুষ তাকে অন্তর দিয়ে ভালোবাসতেন। সুতরাং তার মতো এ রকম জনবান্ধব আইনজীবী ও রাজনীতিবিদ পাওয়া দুষ্কর। এ সময় মেয়র মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category