• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
  • ই-পেপার

ফানুস-আতশবাজি বন্ধে হাইকোর্টে রিট

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
নববর্ষবরণ উৎসবে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধ চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে নববর্ষ বা অন্য কোনো উৎসবে শহর এলাকায় ফানুস উড়ানো পুরোপুরি নিষিদ্ধ চাওয়া হয়েছে।
ফানুস উড়িয়ে মানুষের মানসিক ক্ষতি করার অভিযোগ এনে আজ রোববার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান।
রিটে ইংরেজি নববর্ষের আগের রাতে (থার্টি ফার্স্ট নাইট) আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চেয়েছেন রিটকারী আইনজীবী।

উল্লেখ্য, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়ে তানজিম উমায়ের নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে। জন্ম থেকেই হৃদরোগে ভুগতে থাকা শিশুটির বয়স ছিল মাত্র চার মাস ১৯ দিন।
উমায়েরের পরিবার রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা। গত ৩১ ডিসেম্বর (শুক্রবার) রাতে অসুস্থ হয়ে পড়লে পরদিন শনিবার (১ জানুয়ারি) শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। সূত্র-ল’ইয়ার্সক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category