মুুহাম্মদ আবু তাহের ভূঁইয়া :
ফেনীতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে সহায়ক কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ও দায়রা জজ এ. এস. এম রুহুল ইমরান। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ওসমান হায়দার। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিন। বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা জহির আহমেদ মজুমদার, উচ্চমান সহকারী সামছুল কিবরিয়া, স্টেনোগ্রাফার মজিবুল হক, ব্যাঞ্চ সহকারী শাহনুর আলম, জারীকারক ইকবাল হোসেন, অফিস সহায়ক রাজীব হোসেন, গাড়ি চালক নুরুল আমিন নয়ন প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষণ ও মেধা যাছাই পর্বে নির্বাচিত সেরা কর্মকর্তা ও কর্মচারীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। মেধা যাছাই পর্বে সেরা নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীরা হচ্ছেন, উচ্চমান সহকারী পদে সামছুল কিবরিয়া, মো. জহির আহমেদ মজুমদার, ব্যাঞ্চ সহকারী পদে এস. এম ইউনুছ শরীফ ও শাহানুর আলম, স্টোনোগ্রাফার পদে মজিবুল হক ও আজহার হোসেন, গাড়ী চালক পদে মো. নুরুল আমীন নয়ন, জারীকারক পদে মো. আবদুল্লাহ, মো. ইকবাল হোসেন ও সাঈদুর রহমান, এমএলএসএস পদে রাজীব হোসেন, সানাউল্লাহ নুরী ও আসাদুল্লাহ।