স্পোর্টস: গত সপ্তাহে রোমান ক্লাব লাৎসিওর বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছে এসি মিলান। আর এ কারণে লাৎসিওর বিপক্ষে ইটালিয়ান সকার ফেডারেশনের প্রসিকিউটর অফিসে অভিযোগ করেছে ইটালিয়ান জায়ান্টরা। মিলানের দুই কৃষ্ণাঙ্গ মিডফিল্ডার টিমো বাকায়োকো ও ফ্রাংক কেসিকে উদ্দেশ করে পুরো ম্যাচেই লাৎসিও সমর্থকরা বর্ণবাদী ভাষা ব্যবহার করেছে। সান সিরোর ম্যাচটিতে স্বাগতিক মিলান ২-০ গোলে জয়ী হয়। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এর মধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ইনস্টাগ্রামে বাকায়োকো লিখেছেন, লাৎসিওর কিছু সমর্থক আমাকে ও আমার ভাই কেসিকে উদ্দেশ করে বেশ কিছু বাজে মন্তব্য করেছে। আমরা আমাদের গায়ের রঙ নিয়ে গর্বিত। তাদের চিহ্নিত করার ব্যাপারে ক্লাবের ওপর আমার পূর্ণ আস্থা আছে। এর আগেও এ ধরনের ঘটনায় শাস্তি ভোগ করেছে লাৎসিও সমর্থকেরা। বেশ কিছু স্টেডিয়ামে দলটির সমর্থকদের প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও গুনতে হয়েছে। মিলানের প্রধান নির্বাহী ইভান গাজিডিস বলেছেন, ‘ক্লাবের সাথে যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রিপোর্ট করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে সে ব্যপারে আমরা আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত করতে চাই। এ ব্যাপারে আমরা অন্য ক্লাবগুলোরও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেছেন, ‘এ ব্যপারে প্রত্যেককেই একটি সাধারণ লক্ষ্য অর্জনের জায়গায় দাঁড়াতে হবে। একটি আপসহীন ও সিদ্ধান্তমূলক পন্থায় আমাদের খেলোয়াড়দের রক্ষা করতে হবে। অসহিষ্ণুতা ফুটবল দ্বারা সৃষ্ট কোনো সমস্যা নয়, কিন্তু নিঃসন্দেহে এটি ফুটলে প্রতিফলিত হয়। এ কারণেই ফুটবলের মাধ্যমেই আমরা এটি পরিবর্তন করার চেষ্টা করে যাব। ভবিষ্যতে আরো বেশ কিছু পন্থা এখানে অবলম্বন করার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি।