মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবানে ১টি মামলার আলামত হিসেবে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৭জুলাই)দুপুর আড়াইটায় বান্দরবান আদালত চত্বরে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক উপস্থিতিতে এসব জব্দকৃত আলামত আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়। আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত আলামত ১টি মামলায় ১.১০টি Oris সিগারেট কালো ও সোনালী রংয়ের বড় প্যাকেট বাজারে মূল্য ২৬০০০ হাজার টাকা,২. ৩৭টি বিদেশী Esse light. সিগারেট সাদা রংয়ের বড় প্যাকেট বাজারে মূল্য ৭৪০০০ হাজার টাকা ৩.৪০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রক্ষিত বিদেশী তৈরি পাতা সিগারেট (পুচি সিগারেট)বাজারে মূল্য ১০,০০০ হাজার টাকা আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে এসব আলামত ধ্বংস করা হয়। যার আনুমানিক এক লাখ ১০হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত ,জিআরও কায়ছার, কনস্টেবল, সাদেক প্রমুখ।