• শনিবার, ২০ জুলাই ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

বান্দরবানে জাতীয় বৃক্ষরোপন অভিযান বনজ,ভেষজও ফলদ বৃক্ষ মেলা ২০২২ সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ২২৪ Time View
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২

মোঃ জুয়েল হোসাইন :

প্রকৃতি-পরিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” “বছরব্যাপী ফল চাষে অর্থ পুস্টি দুই-ই আসে” আজ (৩য় দিনও) ব্যাপি মেলার সামনে রেখে ৩লা জুলাই রোজ রবিবার সন্ধ্যা সময় থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় বৃক্ষ রোপন অভিযান বনজ,ভেষজও ফলদ বৃক্ষ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান! মেলায় বনজ,ভেষজ ও ফলদ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা কিনতে পারবেন মেলায় আগত দর্শনার্থীরা। সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য বৃক্ষ মেলার চলছে জমজমাট! এবারের বৃক্ষ মেলা জেলা প্রশাসন,বনবিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ ভাবে এই মেলারও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এদিকে মেলার দেখার জন্য দর্শক শতশত জনদেরকে দেখা যাচ্ছে ও দর্শকদের কাছ থেকে মেলায় বিষয়ে কথা বলিলে করোনা ২টি বছর এরিকম কোন অনুষ্ঠান, কোন মেলার দেখতে পারিনা! কিন্তু এই বছরের এরিকম একটা মেলায়, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পেয়ে খুব আনন্দ ও উল্লাসী হয় বলে জনগণের মুখ থেকে শুনতে পাই! উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লুৎফুর রহমান,উপ পরিচালক,স্থানীয় সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম,সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মাহমুদুল হাসান,বিভাগীয় কর্মকর্তা, পাল্পউড প্ল্যানটেশন, বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ,মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারের মেলায় প্রায় ৪৬ টি স্টল বসানো হয়েছে মেলা প্রাঙ্গনে,সংশ্লিষ্ঠদের দাবী মেলার মাধ্যমে জেলার জনসাধারণের মাঝে বৃক্ষ রোপনের আগ্রহ বৃদ্ধি পাবে। সরজমিনে মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায় শখের বাগান,পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্র,অরন্যক ফাউন্ডেশন ও তহজিংডং,বান্দরবান প্রেস ক্লাব,নয়ন মাস্টারের অর্কিড বাড়ি,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বান্দরবান,কারিতাস,বনায়ন,বাংলা কৃষি উন্নয়ন কর্পোরেশন এর স্টল সহ বেসরকারি প্রতিষ্ঠান,এবং জেলার অনেক নার্সারি মেলায় অংশগ্রহণ করেন। কৃষি উন্নয়ন কর্পোরেশন এর উপ সহকারী পরিচালক,নাজিব কুমার তংচঙ্গা বলেন বিগত করোনা কালিন সময়ে অনেক দিন জেলায় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হতে পারে নি,এবার অনেক দিন পর জেলায় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে,আশা করি ষাড়া পাবো। মেলায় অংশগ্রহণ কারী বালাঘাটার বিন্দু নার্সারির প্রতিনিধি সুমাইয়া নুরফাত প্রত্তাসা বলেন ২ বছর পর এবার বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে,এবার আরো বড় পরিসরে আমরা অংশগ্রহন করেছি,এবার ১২শত টিরো বেশি প্রজাতির ফলদ,বনজ,ঔষধি এবং শোভাবর্ধকারী গাছ এর সমারোহ আছে আমাদের স্টলে। প্রতিদিন সকাল ৯ টা হতে রাত ৯ টা পর্যন্ত চলবে মেলারও সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম। এছাড়া জাতীয় বৃক্ষরোপন অভিযান বনজ,ভেষজও ফলদ বৃক্ষ মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category