মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবানে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বান্দরবান সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ডাঃআবদুল হোসেন, ডাঃ ফারজানা। এতে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মুল অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধের বিষয়ে আলাপ আলোচনায় করেন। আগামী ১২-১৫ জুন ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন চলবে। এই কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। এতে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রেস ক্লাব সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক ও সাংবাদিকবৃন্দ।