• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
  • ই-পেপার

বান্দরবানে বিবিএ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেছেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মোঃজুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :

শুক্রবার ৩০ডিসেম্বর সকাল ১১টার বান্দরবান জেলার স্টেডিয়াম জিমনেসিয়াম হল রুমে আয়োজিত এবারের টুর্নামেন্টে জুনিয়র, উন্মুক্ত এবং বিবিএ এই তিনটি বিভাগে মোট ১৬৫ প্রতিযোগিতা অংশ গ্রহণ হবে! খেলোয়াড়দের এ ধরনের প্রতিযোগিতার আয়োজন এবং অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে।বিগত সময়েও বান্দরবান জেলা থেকে অনেক ক্রীড়া সংস্থার খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের জেলার প্রতিনিধিত্ব করে দেশের ও বান্দরবানের সুনাম বয়ে এনেছে। জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকাণ্ডে জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন (বিবিএ) এর আয়োজনে মহান বিজয় দিবস বিবিএ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর আগে মহান বিজয় দিবসে শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন এর সভাপতি পুলু প্রু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়াও আরো উপস্থিতবৃন্দ বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন এর সহ-সভাপতি,অঞ্জন দাশ,সাধারণ সম্পাদক, প্রশান্ত বড়ুয়া,যুগ্ম সাধারন সম্পাদক,খেওয়াং (হ্লাএমং),কোষাধ্যক্ষ, কামাল পাশা সহ খেলোয়াড় ও ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ!

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category