মোঃ জুয়েল হোসাইন , বান্দরবান সদর প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার মামলায় স্ত্রীকে হত্যার দায়ে আবুল কালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় কারাদ- দিয়েছেন আদালত। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা দায়রা জজ এহসানুল হকের আদালত এই আদেশ দেন। দ-প্রাপ্ত আসামি আবুল কালাম (৪৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি ঠান্ডাঝিরি এলাকার মৃত মকবুল আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ সকালে আসামি আবুল কালামের বসতবাড়িতে পারিবারিক কলহের জেরে গাছের লাটি মাথায় আঘাত করে দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যা করেন আবুল কালাম। পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নাইক্ষ্যছড়ি থানায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
আদালতের পিপি অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন বলেন, ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রীকে হত্যার দায়ে আবুল কালাম নামের ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দিয়েছেন আদালত।
সর্বশেষঃ
বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- ১৯৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ