• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল: তাপস

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ডেমরার শুকুরশী ঈদগাহ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭নং ওয়ার্ড ও সব ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে (২০২১) তিনি এসব কথা বলেন। তিনি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জঙ্গি হামলার অভিযোগ করে বলেন, ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তারা। সেই হামলায় প্রায় শতাধিক নেতাকর্মী নিহত এবং শত শত নেতাকর্মী আহত হয়ে আজও নির্মম যন্ত্রণায় জীবন যাপন করছেন। অপরদিকে, শেখ হাসিনা জঙ্গিবাদ-দুর্নীতির মতো ভয়াবহ কলঙ্ক থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি উন্নয়নের রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিত করতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে তৃণমূলে ইউনিট কমিটির মাধ্যমে আমরা আবারও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবো। কমিটিতে হাইব্রিড ও কাউয়াদের আর স্থান হবে না। কারণ তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করলে দলের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘরের মধ্যে বসে একের পর এক মিথ্যাচার করছেন। এসব মিথ্যাচারের জন্য একসময় তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছেন ২১ আগস্টসহ বেশ কয়েকটি মামলার দ-প্রাপ্ত ফেরারি আসামি তারেক রহমান। সরকারের দৃশ্যমান উন্নয়নে পাগল হয়ে দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে নানা ধরনের ফন্দি-ফিকিরি আটছেন। এসব ষড়যন্ত্রে কোনও লাভ হবে না, দেশের মানুষ অন্য যেকোনও সময়ের চেয়ে এখন অনেক ভালো আছে। দেশবাসী এখন বিএনপি-জামায়াতের নামও শুনতে পারে না। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আগত আওয়ামী লীগের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category