• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
‘মুজিবনগর দিবস’ বাঙালির পরাধীনতার শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী শ্রম আইনের মামলায় ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্ব থাকবে জনস্বাস্থ্যেও: পরিবেশ মন্ত্রী অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিকল্পভাবে পণ্য আমদানির চেষ্টা করছি: বাণিজ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব অর্জন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: রাষ্ট্রপতি শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান বন কর্মকর্তার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়: পরিবেশমন্ত্রী পুরান ঢাকার রাসায়নিক গুদাম: ১৪ বছর ধরে সরানোর অপেক্ষা ভাসানটেক বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে : মেয়র আতিক

বিএনপি রাজনীতির সূত্র জানে না: শাজাহান খান

Reporter Name / ১১২ Time View
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি রাজনীতির সূত্র জানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। তিনি বলেন, ‘উনারা সূত্র জানে না বলেই অঙ্ক মিলাতে পারছেন না। রাজনীতির একটি সূত্র আছে। যে মানুষ নিয়ে রাজনীতি, সে মানুষকেই তারা পেট্রোল বোমা দিয়ে পোড়াচ্ছে। এর ফল আজ বিএনপিকে ভোগ করতে হচ্ছে।’ আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫১তম স্বাধীনতা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, ‘বিএনপি বলছে তারা জাতীয় ঐক্য চায়। আমার মনে প্রশ্ন জাগে তারা কার সঙ্গে জাতীয় ঐক্য চায়? জাতীয় ঐক্যের ভিত্তি কী? যারা রাজাকার, আলবদর, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের সঙ্গে ঐক্য হবে কী করে?’ তিনি বলেন, ‘আপনারা রাজাকার, আলবদরকে নিয়ে থাকেন। ২০০৬ সালের ৪ জুন পল্টন ময়দানে জামায়াতের মঞ্চে বসে বিএনপির নেতারা এবং তারেক রহমান বক্তৃতা দিয়েছিলেনÑজামায়েত, বিএনপি এক পরিবার। ওই পরিবারের সঙ্গে কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ঐক্য হয়, সেইটা প্রশ্ন।’ সাবেক এই নৌমন্ত্রী বলেন, ‘আপনারা নির্বাচন হতে দেবেন না বলে বহুবার চেষ্টা করেছেন। নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও বিগত নির্বাচনে অংশগ্রহণ করলেন। সংসদে যাবেন না কিন্তু গেলেন। শপথ নেবেন না, নিলেন। সংসদে অবস্থান করছেন। বিএনপি, জামায়াত এবং অন্য যারা এক সূত্রে আছেন সেটা নিয়ে আপনারা থাকেন।’ জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সভাপতির বক্তব্যে বলেন, ‘আজ রাস্তায় অনেক যানজট ছিল। চারপাশে এত গাড়ি, ট্রাক, লড়ি, পিক-আপ। কিন্তু তাতে আমি বিরক্ত হই না। কারণ এগুলো প্রমাণ করে দেশে অর্থনীতির চাকা চলছে।’ আলোচনা সভায় আরও ছিলেন জাতীয় পার্টির অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category