• রবিবার, ২৮ মে ২০২৩, ০২:১৫ অপরাহ্ন

বিবিআইএন মোটর চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বিবিআইএন মোটর যানবাহন চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। নেপালের বিদায়ী রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতথ্য জানানো হয়েছে। সাক্ষাতে ড. আবদুল মোমেন বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি আঞ্চলিক যোগাযোগে বিবিআইএন মোটর যানবাহন চুক্তির দ্রুত বাস্তবায়ন, জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সুবিধার জন্য ব্যবসা-বাণিজ্যে সহযোগিতার ওপর জোর দেন। নেপালের বিদায়ী রাষ্ট্রদূত বংশীধর মিশ্র দায়িত্বপালনকালে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে ভিসা ব্যবস্থা আরো সহজ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান। বংশীধর মিশ্র প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) সমাপ্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। প্রসঙ্গত, ডা. বংশীধর মিশ্র ২০১৯ সালের সেপ্টেম্বরে নেপালের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন। দুই বছর দায়িত্ব পালনের পর  ২১ অক্টোবর ঢাকা থেকে বিদায় নিচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category