• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
দদুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি লিবিয়ায় দুই গণকবর থেকে ৪৯ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল শিক্ষার্থীদের দেওয়া তথ্যে সাবেক এমপি চয়নকে গ্রেফতার করলো পুলিশ হাওরে কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করার পরামর্শ প্রাণিসম্পদ উপদেষ্টার ‘ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সেই ২৫ কর্মকর্তার লকারই পায়নি দুদক কৃষিঋণ বিতরণ কমায় বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান

ব্রিটিশ শাসনামলে হালদা নদীর উপর নির্মিত সেতু এখন মরণফাঁদ

Reporter Name / ৫৫৭ Time View
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর জেলা হাটহাজারী ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী সহজ যোগাযোগের একমাত্র নাজির হাট পুরাতন সেতুটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ১৯১৯ সালে সেতুটি নির্মিত হলে দুই উপজেলার মধ্যে যোগাযোগের নতুন দিগন্ত সৃষ্টি করে। সেতুটিকে কেন্ত্র করে হালদা নদীর এপার ওপারে বহু শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা অসংখ্যা সমাজিক প্রতিষ্ঠান গড়ে উঠে। দুই পারে ব্যাবসা বাণিজ্যা প্রসারিত হয়। ১৯৭১ সালে স্বীধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিণী সেতুটি বোমা বিস্ফোনরনে উড়িয়ে দেয়, পরে মেরামত করে সরকার। তার পরে বিগত বছর গুলোতে সেতুতে আর কোন মেরামতের ছোঁয়া লাগেনি এখানে নতুন একটি সেতু নির্মানে গেল দুই দশক ধরে চেষ্টা তদবীর হলেও তা কেবল পরিদর্শন মাটি পরিক্ষায় সীমাবদ্ধ রয়ছে। সওজ ও জনপথ বিভাগ প্রায় দুই যুগ পূর্বে সেতুটি চলাচলের অযোগ্য ঘোষনা করলেও এখানে বিকল্প সেতু না থাকায় দুই উপজেলার প্রায় দশ ১০ হাজার পথচারী প্রতিদিন এ সেতু দিয়ে পারাপার হয়। তাছাড়া বিগত কয়েক বছর ধরে বর্ষায় পাহাড়ি ঢলের প্রবল গ্রোতে সেতুর মাঝখানে দেবে গেছে। বিকল হয়ে পড়েছে সেতুর নানা অবকাঠোমো। গত ৮ -৯ বছর আগেও সেতু দিয়ে হালকা যানবাহন রিক্সা সিএনজি চলাচল করলেও বর্তমানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপরও দুই উপজেলার সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু দিয়ে মূত্যু ঝুকিঁ নিয়ে মানুষ চলাচল করছে প্রতিনিয়ত। তাই বড় কোন দূঘটনার আগে গুরুত্বপূণ এই সেতুটির মেরামত ও বিকল্প সেতু নির্মানের জন্য আবেদন জানিয়ে আসছে স্থানীয় জনসাধারণ। এ বিষয়ে ফটিকছড়ি উপজেলার এলজিইডির উপ প্রকৌশলীর কাছে টেলিফোনে জানতে চাইলে তিনি দৈনিক আইন বার্তাকে জানান হালদা নদীর উপর নতুন সেতু নির্মানে সেতু বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category