• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবি

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
করোনার ধকল কাটিয়ে না উঠতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সেই সুবাদে বাসভাড়া ২৭ শতাংশ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ‘সেভ দ্য রোড’ নামের একটি সংগঠন। মানববন্ধন থেকে বক্তারা জ্বালানি তেলের দাম কমাতে প্রয়োজনে ভর্তুকি দেওয়ার দাবি জানান। আজবৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানান সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, ডিজেল ও কেরোসিনের মতো নিত্য প্রয়োজনীয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি হতে না হতেই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো। সেই ধর্মঘটে বন্ধ রাখা হয় সিএনজি চালিত গণপরিবহনও। কিন্তু কেন? কারণ অসহযোগ আন্দোলন, যাতে জনগণ বাধ্য হয়-ভোগান্তি থেকে বাঁচতে তাদের ভাড়া বৃদ্ধি মেনে নিতে। তারা বলেন, এরপর হয়েছে সেটাই, ২৭ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সেখানে যাত্রীদের কোনো প্রতিনিধি ছিল না, স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো প্রতিনিধিও ছিল না। নিজেরা নিজেরাই সিদ্ধান্ত নেন, নিজেরা নিজেরাই জানান তাদের সিদ্ধান্তের কথা। হঠাৎ করেই এমন একটি পরিস্থিতিতে গাড়ি ভাড়া বৃদ্ধিতে আমরা সত্যিই মর্মাহত-ব্যথিত। মানববন্ধনে বক্তারা আরও বলেন, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে, রাজধানীর গাবতলী থেকে মতিঝিলের দূরত্ব ১১ দশমিক ৮ কিলোমিটার। প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা হিসাবে এ পথের ভাড়া ছিল ২০ টাকা। কিন্তু নিতো ২৫ টাকা। ডিজেলের দাম বাড়ায় ৪৫ পয়সা বেড়ে কিলোমিটারে বাসের ভাড়া হয়েছে দুই টাকা ১৫ পয়সা। এ হিসাবে মতিঝিল-গাবতলীর ভাড়া হবে ২৫ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ৩৫ টাকা। শুধু এখানেই শেষ নয়, বিশ্বময় দাম বৃদ্ধির খোড়া অজুহাতে ডিজেলের দাম এক লাফে ১৫ টাকা বেড়ে ৮০ টাকা লিটার হওয়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে সারাদেশে বাস বন্ধ করে দেন মালিকরা। কোটি কোটি মানুষ জিম্মি হয়ে পড়েন তিন দিনের মহাদুর্ভোগের ধর্মঘটে। বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০৪ রুপি। সর্বশেষ বিনিময় মূল্যে (প্রতি রুপি ১.১৬ টাকা) রূপান্তর করলে বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১২০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পরে হয়েছে ৮০ টাকা। পশ্চিমবঙ্গে ডিজেল কিনতে হলে গুনতে হয় এর চেয়েও লিটারে ৪০ টাকা বেশি। তবে ডিজেলের দাম বেশি হলেও পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাংলাদেশের চেয়েও কম। পশ্চিমবঙ্গে সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয় ২০১৮ সালের জুন মাসে। সে সময় ভাড়া বাড়িয়ে সর্বনিম্ন বাস ভাড়া করা হয় ৭ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮ টাকা ১০ পয়সা। এই ভাড়ায় ৪ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। এরপর ৪ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৯ রুপি বা ৯ টাকা ২৫ পয়সা, ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত ১০ রুপি বা ১০ টাকা ৪ পয়সা, ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ১১ রুপি বা ১২ টাকা ৭২ পয়সা এবং ২০ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত ১২ রূপি বা ১৩ টাকা ৮৮ পয়সা। ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ার জেরে গত রোববার বাংলাদেশে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া গড়ে ২৭ শতাংশ বেড়েছে। ফলে কলকাতার তুলনায় ঢাকা ও চট্টগ্রামের মানুষকে বাসভাড়া অনেক বেশি দিতে হচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন। এসময় তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কথা ভেবে ভর্তুকি দিয়ে জ¦ালানি তেলের দাম কমাবেন। একই সঙ্গে বর্ধিত গাড়ি ভাড়া প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমজনতাকে করোনা পরিস্থিতি সামলে উঠার ব্যবস্থা করবেন। সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সাংগঠনিক সম্পাদক মহিদুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category