নিজস্ব প্রতিবেদক :
দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার মুকুলের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিট আবেদন করার বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন। আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জানান, শিক্ষা আইন ভঙ্গ করে শিক্ষা ক্যাডারের অধ্যাপক কামরুন নাহারকে ভিকারুননিসায় (বেসরকারি স্কুল ও কলেজ) অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাই তার পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছি। রিটে অধ্যক্ষ কামরুন নাহার মুকুলের পদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে শিক্ষাসচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যক্ষ কামরুন নাহার মুকুল ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।