অর্থনীতি ডেস্ক :
রাশিয়ার হীরা খাতের ওপর এখনো নিষেধাজ্ঞা আরোপের আলোচনা না হওয়ার কথা জানিয়েছে ব্রাসেলস। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো রাশিয়ার হীরা খাতের ওপর সম্ভব্য নিষেধাজ্ঞা নিয়ে কোনো আলোচনা করেনি। গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সামিটে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এ ঘোষণা দিয়েছেন। এ সময় ডি ক্রু জোর দিয়ে বলেন, ‘পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো আমাদের তুলনায় রাশিয়ার ওপর অনেক বেশি প্রভাব ফেলতে হবে।’ তিনি বলেন, ‘আমি এখনো আলোচনার টেবিলে হীরা খাতে নিষেধাজ্ঞার প্রস্তাব দেখিনি। আমি জোর দিতে চাই, বেলজিয়াম এ সিদ্ধান্তে কোনো বাধা দেবে না। তবে আপনাকে নিশ্চিত করতে হবে, এটি রাশিয়ার ক্ষতি করবে, ইইউ দেশগুলোকে নয়। এসব হীরা শুধু দুবাইয়ে গেলে কোনো লাভ হবে না, এ সমস্যার উপযুক্ত আন্তর্জাতিক সমাধান প্রয়োজন।’ বেলজিয়াম তার উন্নত গহনা শিল্পের জন্য রুশ হীরার অন্যতম প্রধান আমদানিকারক। এর আগে বেশ কয়েকটি ইউরোপীয় মিডিয়া আউটলেট জানিয়েছিল, দেশটি রুশ হীরা আমদানির বিষয়ে ইইউর নিষেধাজ্ঞা আলোচনায় বাধা দিয়েছে।
সর্বশেষঃ
রাশিয়ার হীরা খাত আপাতত নিষেধাজ্ঞার বাইরে
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৩:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- ১৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ