• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:১২ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
এক সপ্তাহের মধ্যে হয়রানিমূলক গায়েবি মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা ছাত্রশিবির ছাত্রসমাজের সবচেয়ে আপন: জামায়াত আমির বিশেষ ওএমএস’র মেয়াদ বাড়ছে না: অর্থ উপদেষ্টা নানামুখী অভিযানেও বন্ধ করা যাচ্ছে না নৌপথে মানব পাচার ভ্যাট মামলা ও বকেয়ায় আটক হাজার হাজার কোটি টাকা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ক্ষুদ্রঋণ চালু করতে বাংলাদেশের সহযোগিতা চায় আর্জেন্টিনা বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ইসির চাহিদা অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে ইউএনডিপি সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিটার্ন জমা না দেয়া ৫০ লাখ টিআইএনধারীর জরিমানা মওকুফ হতে পারে

Reporter Name / ২৫৫ Time View
Update : বুধবার, ১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিআইএন) রয়েছে কিন্তু আয়কর রিটার্ন জমা দেননি, এমন ব্যক্তিদের জরিমানা মাফ করতে যাচ্ছে সরকার। অর্থাৎ আগে যারা রিটার্ন জমা দেন নি, আগামী ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন জমা দিলে অতীতের বছরগুলোর জন্য কোন ধরণের জরিমানা দিতে হবে না।
আগামী বাজেটে এ ধরণের প্রস্তাব রাখতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৯ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ ঘোষণা দিতে পারেন। এর ফলে প্রায় ৫০ লাখ টিআইএনধারীর জন্য জরিমানা না দিয়ে হয়রানিমুক্তভাবে ট্যাক্স অথরিটির কাছে তাদের আয়ের হিসাব দিয়ে কর দেওয়ার সুযোগ তৈরি হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রিটার্ন জমা না দেয়া টিআইএনধারী ব্যক্তিদের ব্যক্তিদের আয়করের আওতায় আনতে জরিমানা মাফ করতে যাচ্ছে সরকার। এর আগে এমন সুযোগ দেওয়া হয়নি। এবারই প্রথম এ সুযোগ দিতে যাচ্ছে সরকার। এমন প্রস্তাবে খুব ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অনেক কারণে টিআইএন করে অনেকেই পরে আর রিটার্ন জমা দেন না। সচেতন হওয়ার পর আবার জরিমানার ভয়ে অনেকেই আড়ালে থেকে যান। এবার এনবিআর তাদেরকে জরিমানা মওকুফের মাধ্যমে সুযোগ দিলে তা সময়োপযোগী সিদ্ধান্ত হবে। এতে রাজস্ব আয় যদি নাও হয় তাহলে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা তৈরির একটা সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তারা।
সূত্র জানায়, দেশে বর্তমানে ই-টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখের উপরে, এদের দুই-তৃতীয়াংশই আয়কর রিটার্ন জমা দেয় না। সর্বশেষ ২০২১-২২ ট্যাক্স ইয়ারে রিটার্ন জমা হয়েছিলো ২৫ লাখের কিছু বেশি। বর্তমানে দেশে ৩৭ ধরণের সেবা পেতে হলে ই-টিআইএন করতে হয়। তিনটি খাত ছাড়া বাকি সবার রিটার্ন জমা দেওয়ার শর্ত দিয়েছে এনবিআর। যারা এই শর্ত পালনে ব্যর্থ হবে তাদের জরিমানার বিষয়টি আইনে উল্লেখ রয়েছে। এদিকে, ২৬ লাখ টিআইএনধারীর কোন হদিসই পাচ্ছে না এনবিআরের আয়কর বিভাগ। এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের টিআইএন স্থগিত রেখেছে এনবিআর।
তবে গত দুই অর্থবছর আগে প্রায় সব টিআইএনধারীর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, যেসব ব্যক্তি টিআইএনধারী কখনোই রিটার্ন জমা দেননি কিংবা অনিয়মিত রিটার্ন জমা দেয় আগামী বছর রিটার্ন জমা দিলে তাদের ওপর জরিমানা চাপানো হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category