• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনেরই প্রস্ততি নিচ্ছে ইসি দদুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি লিবিয়ায় দুই গণকবর থেকে ৪৯ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল শিক্ষার্থীদের দেওয়া তথ্যে সাবেক এমপি চয়নকে গ্রেফতার করলো পুলিশ হাওরে কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করার পরামর্শ প্রাণিসম্পদ উপদেষ্টার ‘ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সেই ২৫ কর্মকর্তার লকারই পায়নি দুদক কৃষিঋণ বিতরণ কমায় বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

সমালোচনা খেলার অংশ হিসেবে দেখছেন ফের্নান্দেস

Reporter Name / ৫০২ Time View
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : দল ছিল পিছিয়ে, নিজে পেনাল্টি না নিয়ে স্বদেশিকে সুযোগ দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু তালগোল পাকিয়ে বল উড়িয়ে মেরে খলনায়কে পরিণত হলেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। দলকে এভাবে বিপদে ফেলায় হতাশা থাকলেও ফের্নান্দেসের বিশ্বাস, সামনে আবারও দলের জয়ে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে হারে উলে গুনার সুলশারের দল। ২০০৯ সালের পর ঘরের মাঠে দলটির বিপক্ষে এটিই ইউনাইটেডের প্রথম পরাজয়। ম্যাচের ৮৮তম মিনিটে কোর্টনি হাউসের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর যোগ করা সময়ে নিজেদের বক্সে এদিনসন কাভানির হেডে বল হাউসের হাতে লাগলে পেনাল্টি পায় ইউনাইটেড। ক্লাব ও জাতীয় দলে পেনাল্টির জন্য প্রথম পছন্দ রোনালদো এবার দায়িত্বটা দেন গত মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ফের্নান্দেসকে। কিন্তু ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। ফলে এবারের প্রিমিয়ার লিগে প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানচেষ্টারের দলটিকে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ফের্নান্দেস বলেন, দলের ভীষণ প্রয়োজনের সময় সাড়া না দিতে পারায় তিনি হতাশ। তবে সমালোচনায় ভেঙে না পড়ে এটিকে খেলার অংশ হিসেবে দেখছেন তিনি। “পেনাল্টি মিস করায় এবং এর ফলে দল হেরে যাওয়ায় আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়।” “সমালোচনা ও বিপরীতমুখী মতামত ফুটবলের একটি বড় অংশ। আমি এর সঙ্গে মানিয়ে নিতে শিখেছি, এমনকি সেগুলোকে আমি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে নিই।” ফের্নান্দেস আশাবাদী, দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ফিরে আসবেন শক্তিশালীভাবে। “আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব, কারণ আমি নিজেও একটা মানদ- ঠিক করে রেখেছি। তবে ভালোভাবে ফেরার তাড়নাটা সবচেয়ে বেশি আমার সতীর্থ ও ভক্ত-সমর্থকদের জন্য, যারা সবসময় আমাদের সমর্থন করেছেন।” ছয় ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে অ্যাস্টন ভিলা। ওল্ড ট্র্যাফোর্ডে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে সুলশারের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category