নিজস্ব প্রতিবেদক :
সরবরাহ বাড়লেও বগুড়ার মহাস্থান পাইকারি হাটে সবজির দাম কমেনি। উল্টো সবজি ভেদে প্রতি কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। সেই সঙ্গে পেঁয়াজের দাম বাড়ায় খুশি চাষি। প্রত্যাশিত দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট পাইকাররাও। উত্তরাঞ্চলে বাড়ছে শীত। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। বগুড়ার সবচেয়ে বড় পাইকারি সবজির হাট মহাস্থানে সয়লাব বাঁধাকপি, ফুলকপি, গাজর, বেগুনসহ নানা সবজিতে। নিজ হাতে ফলানো ফসল নিয়ে হাটে আসেন অনেক চাষি। জমি থেকে কিনে এনেও বিক্রি করেন অনেক ব্যবসায়ী। জেলার সদর, কাহালু, নন্দীগ্রাম, শিবগঞ্জসহ পাশের জেলা জয়পুরহাট থেকেও এই হাটে আসেন চাষি ব্যবসায়ীরা। শীতকালীন অন্যান্য শাকসবজির দাম অনেকটা নিম্নমুখী হলেও, বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। গত সপ্তাহের তুলনায় মোটামুটিভাবে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা পাইকারি দর বেড়েছে পেঁয়াজের। এর ফলে সন্তুষ্ট পাইকার ও চাষিসহ সবাই।গত সপ্তাহের চেয়ে কিছুটা কমে প্রকারভেদে প্রতি কেজি পুরাতন আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়। নতুন আলুর দামও এসেছে নাগালে। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে কাঁচা মরিচের দাম। গাজর ৫ টাকা বেড়ে ৩৫ টাকা, পাকা টমেটোর দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮২ টাকায়। আর কাঁচা টমেটো কেজিতে ৫ টাকা বেড়ে হয়েছে ৩৫। এ বিষয়ে চাষিরা বলেছেন, মোটামোটি দাম ভালো রয়েছে। কেনাও যাচ্ছে, বেচাও যাচ্ছে। গৃহস্থও ভালো টাকা পাচ্ছে। হয়তো একদিন দুই টাকা লাভ হয়। আবার আরেক দিন দুই টাকা লোকসান হয়।