• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

সুবিধাজনক জায়গায় হবে কাঁচাবাজার: স্থানীয় সরকারমন্ত্রী

Reporter Name / ১৮৭ Time View
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
দেশের দক্ষিণাঞ্চলসহ অন্যান্য জায়গার পণ্য যাতে যথাযথভাবে বিক্রি করা যায় সে লক্ষ্যে সুবিধাজনক জায়গায় কাঁচাবাজার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসসহ অন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আমাদের কাক্সিক্ষত স্বপ্নের পদ্মা সেতু এরইমধ্যে চালু হয়েছে এবং দক্ষিণাঞ্চলে অবহেলিত যে বিশাল অঞ্চল রয়েছে, সেখানে এখন অনেক উৎপাদন শুরু হবে। বিশেষ করে সবজি, মাছসহ অনেক পণ্য আগেও উৎপাদনের সুযোগ ছিল। যেহেতু তারা সহজে বাজারজাত করতে পারতেন না, সেজন্য সেগুলো উৎপাদনে নিরুৎসাহিত ছিলেন। এখন যেহেতু ঢাকায় আনা যাবে এবং ক্রেতাও পাওয়া যাবে, সে কারণে সেখানে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে এবং সেখানে অনেক ফসলাদি উৎপাদন হবে। তাজুল ইসলাম বলেন, উৎপাদিত পণ্য এনে যথাযথভাবে যাতে উৎপাদকরা বিক্রি করে লাভবান হন এবং ঢাকায় বসবাসকারীরাও যাতে এর সুফল ভোগ করতে পারেন, পণ্যের মূল্য যাতে কম হয় এবং পণ্যের গুণগত মান যাতে নষ্ট না হয়, পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থাতেও যাতে নতুন করে কোনো কষ্ট না করতে হয়, সেজন্য আমরা কাঁচাবাজরগুলোকে এমনভাবে প্রতিষ্ঠিত করবো যাতে উত্তরাঞ্চলের দিক থেকেও যেগুলো আসবে তাদেরও কাছাকাছি সুবিধাজনক জায়গায় হয়। যারা কাঁচামাল পাইকারি বিক্রি করবেন অথবা পাইকারি ক্রয় করবেন তাদের যেন সুবিধা হয়। মন্ত্রী আরও বলেন, দক্ষিণ অঞ্চল বা উত্তর অঞ্চল থেকে যারা পণ্য আনবেন তাদের সবার জন্যই যেন সুবিধা হয়। এসব বিষয় পর্যালোচনার জন্য মেয়রসহ সবাইকে নিয়ে আলোচনা করেছি দায়িত্বের অংশ হিসাবে। সেখানে কাউন্সিলর, ব্যবসায়ী, স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাসহ সবাই উপস্থিত ছিলেন। আমরা পরে বসে দেখবো দক্ষিণ সিটির কোথায় কোথায় এরকম পাইকারি বিক্রির ব্যবস্থা করা যায়, যাতে জনগণ সব ধরনের সুবিধা ভোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category