নিজস্ব প্রতিবেদক :
বাসে ‘হাফ ভাড়া’ দিতে চাওয়ায় এক কলেজছাত্রীকে ‘ধর্ষণের হুমকি দেওয়ার’ অভিযোগ এনে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে কয়েকশ শিক্ষার্থী। আজ রোববার বেলা ১১টা থেকে সোয়া ১২ পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস (অর্ধেক ভাড়া) চালুর দাবি জানান তারা। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কুদরাত ই খুদা বলেন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেয়। হাফ ভাড়া নেওয়া, শিক্ষার্থী দেখলে বাসে তোলা এবং গত শনিবার এক শিক্ষার্থীকে হেনস্তা ও হুমকির বিচার করা- এই তিন দাবিতে তারা সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, গত শনিবার ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিকের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ‘ধর্ষণের হুমকি দেন’ বাস চালকের সহকারী। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অনেক বাস ছাত্রী দেখলে দরজা বন্ধ করে রাখে। হাফ ভাড়া দিতে চাইলে বাস থেকে নামিয়ে দেয়। এর প্রতিবাদে বদরুন্নেসার শিক্ষার্থীরা আজ রোববার সকালে কলেজ থেকে মিছিল করে বকশীবাজার মোড়ে গিয়ে রাস্তায় অবস্থান নেয়। আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয়। অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ আছে। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের হাতে ‘হাফ ভাড়া দেওয়ায় ধর্ষণের হুমকি, লজ্জিত বাংলা’, ‘আমরা নারী, আমরা শক্তি, আমরাই প্রতিবাদী’, ‘স্টপ ভায়োলেন্স’, ‘হাফ পাস আমাদের অধিকার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অতিরিক্ত উপকমিশনার কুদরাত ই খুদা বলেন, তারা জানিয়েছে, বাসে ‘মিস বিহেভ’ করেছে। তারা ‘ঠিকানা পরিবহন’ বললেও বাসের নম্বর বলতে পারছে না। শিক্ষার্থীদের বলেছি যে, ওই বাস বের করে চালকের সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।