• রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন

২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও সংবর্ধনা অনুষ্ঠান বাতিল

Reporter Name / ৪১৩ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২০

ঢাকা: আগামী ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। একইসঙ্গে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

শনিবার(২১মার্চ) বঙ্গভবন প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২১মার্চ) সন্ধ্যায়  রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এর সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনাকালে এবছর ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান এবং বঙ্গভবনে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।  এছাড়া স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category