• রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আমরা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয়: তথ্য প্রতিমন্ত্রী ফ্ল্যাটের ভুয়া দলিল দেখিয়ে ৫০ কোটি টাকা ঋণ, গ্রেপ্তার ৮ বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে দুই বেঞ্চ গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৪ উপজেলা ভোটে দুর্গম এলাকা ছাড়া সব কেন্দ্রে ব্যালট যাবে সকালে থাইল্যান্ড সফর দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়নে এক মাইলফলক: প্রধানমন্ত্রী মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আ. লীগের মূল লক্ষ্য: কাদের সংসদ অধবিশেন চলবে ৯ মে র্পযন্ত

আইনজীবীদের সহযোগিতা ছাড়া মামলাজট কমানো সম্ভব নয়: বিচারপতি ইনায়েতুর রহিম

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
আইনজীবীদের সহযোগিতা ছাড়া মামলার জট কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। এসময় মামলা নিষ্পত্তিতে বিচারকদের সহযোগিতা করার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান তিনি। দিনাজপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক দেয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এসব কথা বলেন। বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় জেলা আইনজীবী সমিতির হলরুমে তাকে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, বিচার বিভাগ খুব সংকটের মধ্যে রয়েছে। আমাদের মামলার জট অনেক বেশি। এ ক্ষেত্রে বার এবং বেঞ্জের ইতিবাচক দৃষ্টি দিয়ে আমাদের এক সাথে কাজ করতে হবে। তা না হলে মামলার জট কমানো যাবে না। আমরা যতই পরিকল্পনাই নেই না কেন, আইনজীবীদের সহযোগিতা ছাড়া মামলার জট কমানো সম্ভব নয়। তাই মামলাগুলো নিষ্পত্তি করতে জেলা জজদের সহযোগিতা করার জন্য তিনি আইনজীবীদের আহবান জানান। এছাড়া মানুষকে বিপদে ফেলার জন্য অহেতুক মামলায় উৎসাহিত না করতে আইনজীবীদের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, তাহলেই বিচার বিভাগ ভালো থাকবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. একরামুল আমিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র বিচারক শরিফ উদ্দিন আহমেদ, স্পেশাল জেলা ও দায়রা জজ মাহমুদুল করিম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিএম তারিকুল কবির, সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইছাহক, সিনিয়র আইনজীবী মো. আজিজুল ইসলাম জুগলু প্রমুখ। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলার অন্যান্য বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category