০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | ই-পেপার

এশিয়া কাপে ফারিহা তৃষার হ্যাটট্রিক

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক :
এবারের নারী এশিয়া কাপ পেলো প্রথম হ্যাটট্রিকের দেখা। টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা তৃষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে মালয়েশিয়া। প্রথম ৫ ওভার দেখেশুনে কাটিয়ে দেন দুই ওপেনার এলসা হান্টার আর উইনিফ্রেড দুরাইসিঙ্গাম।

নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া ফারিহা ইনিংসের ষষ্ঠ আর নিজের তৃতীয় ওভারে এসেই ধ্বংসযজ্ঞ চালান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার টানা তিন বলে তুলে নেন তিন উইকেট। একটি উইকেটেও লাগেনি কারও সাহায্য।

ওভারে দ্বিতীয় বলে ফারিহা বোল্ড করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে, পরের বলে এলবিডব্লিউ ম্যাস এলিসা। তার পরের বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

এশিয়া কাপে ফারিহা তৃষার হ্যাটট্রিক

আপডেট সময়ঃ ০৪:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

ক্রীড়া প্রতিবেদক :
এবারের নারী এশিয়া কাপ পেলো প্রথম হ্যাটট্রিকের দেখা। টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা তৃষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে মালয়েশিয়া। প্রথম ৫ ওভার দেখেশুনে কাটিয়ে দেন দুই ওপেনার এলসা হান্টার আর উইনিফ্রেড দুরাইসিঙ্গাম।

নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া ফারিহা ইনিংসের ষষ্ঠ আর নিজের তৃতীয় ওভারে এসেই ধ্বংসযজ্ঞ চালান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার টানা তিন বলে তুলে নেন তিন উইকেট। একটি উইকেটেও লাগেনি কারও সাহায্য।

ওভারে দ্বিতীয় বলে ফারিহা বোল্ড করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে, পরের বলে এলবিডব্লিউ ম্যাস এলিসা। তার পরের বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।