নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য আন্তরিক বলে উল্লেখ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, চট্টগ্রামে দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে টানেল করেছেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি ফ্লাইওভার করেছেন। নতুন করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। এসবের সুফল চট্টগ্রামের মানুষ ভোগ করছে। চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডেরও কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আজ শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণ-পূর্বাঞ্চল জোনের চলমান কাজ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই চট্টগ্রামে নদী শাসন, জলাবদ্ধতা নিরসনসহ চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করার নির্দেশ দেন উপমন্ত্রী। এনামুল হক শামীম বলেন, চট্টগ্রামে গত চার বছরে ৮ হাজার ২৯ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে স্থায়ী প্রতিরক্ষা কাজ ৫২ দশমিক ৭৮ কিলোমিটার, খাল পুনর্খনন ১৮০ কিলোমিটার, বাঁধ নির্মাণ ও পুনর্নিমাণ ২১৮ দশমিক ৮৯ কিলোমিটার এবং রেগুলেটর রয়েছে ৫৪টি। এরইমধ্যে ৩ হাজার ৮৫৩ কোটি টাকার ৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখন ৪ হাজার ১৭৭ কোটি টাকার কাজ শেষ পর্যায়ে। এগুলো নির্ধারিত সময়ে শেষ হবে। তিনি বলেন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করছে। এ প্রকল্প শেষ হলে চট্টগ্রাম মহানগরীর মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, পাউবো দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খ ম জুলফিকার তারেক, নির্বাহী প্রকৌশলী নয়ন কুমার ত্রিপুরা (জোন-৩), নাহিদ উজ জামান খান (জোন-২), নুরুল আবছার আজাদ (জোন-১), উপ-পরিচালক শহীদ উদ্দিন প্রমুখ।
সর্বশেষঃ
প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক: পানিসম্পদ উপমন্ত্রী
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৬:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- ২৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ