• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে উদ্বোধন হচ্ছে নবনির্মিত স্টেডিয়াম ইন্দোনেশিয়ায় বন্যায় ৬৭ জনের মৃত্যু সূচক কমলেও লেনদেন বেড়েছে কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত দেশব্যাপী তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী কৃষিখাতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়েছি: কৃষিমন্ত্রী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে না: কাদের টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসে নিম্মমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
ফেনী শহরের ট্রাংক রোডে মসজিদ-মন্দিরের সামনে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত এনামুল হক কাউছার (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনামুল সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের ছেলে। ১৬ অক্টোবর ফেনী কেন্দ্রীয় বড় মসজিদ ও জয়কালী মন্দিরের সামনে হিন্দু-মুসলিম, ছাত্রলীগ-যুবলীগের মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়। ওইদিন বিকাল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলমান সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ চার শতাধিক ফাঁকা গুলি ছোড়ে এ সময় বিক্ষুদ্ধরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। নিহতের চাচা আতাউল ইসলাম জানান, ঘটনার দিন দোকানের মালামাল কিনতে কাউছার ফেনী এসেছিল। এরপর বড় মসজিদের সামনে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মাথা ও মুখে আঘাত পায় কাউছার। পরে ফেনী শহরের বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ছিল। বৃহস্পতিবার রাত থেকে অবস্থার অবনতি হতে থাকলে গত শুক্রবার ভোরে ঢাকায় নেওয়া হয়। তিনি আরও জানান, রাধানীর বেসরকারি ওই হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার রাতেই তার বাসায় আনা হয়। এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, আমারা ঘটনাটি শুনেছি, প্রকৃত কারণ জানার জন্য নিহত যুবকের ময়না তদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ভিসেরাসহ সব ধরণের আলামত সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কিভাবে ওই যুবকের মৃত্য হয়েছে। স্থানীয় মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বলেন, যুবকের মৃত্যুর কথা শুনেছি। বাদ জোহর এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category