• বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ
রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসে নিম্মমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন গেটলক সিস্টেম না মানলেই মামলা: ডিএমপি কমিশনার শ্রম আইন সংশোধনে কিছু সিদ্ধান্ত হবে নীতি-নির্ধারণী পর্যায়ে: আইনমন্ত্রী বিদেশ নির্ভরতা কমাতে মানসম্মত উচ্চশিক্ষা জরুরি: ইউজিসি উদ্বোধন হলো রেজিস্ট্রেশন কার্যক্রম, ৭ জুন ‘জয় বাংলা ম্যারাথন’ ভারতের নির্বাচনের পরই দীর্ঘমেয়াদি ভিসার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: নানক মোহাম্মদপুরে কবে ঠিক হবে রাস্তাগুলো? মৃত্যুদণ্ড প্রাপ্তদের কনডেম সেল নিয়ে রায়: আপিল করবে রাষ্ট্রপক্ষ জিপিএ’র ভিত্তিতে কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে

ফেনী জেলা জজ আদালত পুকুরে মৎস্য পোনা অবমুক্ত

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া :
ফেনী জেলা জজ আদালতের আঙ্গীনায় অবস্থিত পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩ টায় মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ, যুগ্ম জেলা ও দায়রা জজ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও অন্যান্য বিচারকবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও আদালতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। জেলা ও দায়রা জজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নাদীমাতৃক দেশ, আমাদের বাংলাদেশ। এক সময়ে নদী-নালা, খাল-বিল, হাওর ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তখন আমাদের বলা হতো মাছে ভাতে বাঙালি। বর্তমানে নানা কারণে আমাদের নদী-নালা, খাল-বিল ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ সংরক্ষণে দেশের জনগণের মাঝে বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। তাতে আমাদের মৎস্য আমিষের যোগান সহজতর হবে। দেশের খাল-বিল, মজা পুকুরে প্রত্যেকে যদি মৎস্য পোনা অবমুক্ত করি, আমাদের মাছের ঘাটতি পূরণ সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category