• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ
শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে: স্পিকার ‘মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স’ আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী নৌকা-জাল মেরামতে ব্যস্ত, নদীতে নামার অপেক্ষায় জেলেরা বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে সাংবাদিকবৃন্দদের সাথে মতবিনিময় উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর কৃত্রিম বৃষ্টিতে শিশু-কিশোরদের সঙ্গে ভিজলেন মেয়র আতিক বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই: কাদের

মেসি মানুষের মুখে হাসি ফোটানোর চাপ নিয়ে খেলে: লুইস মার্তিন

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক :
জাতীয় দলে অভিষেক সেই ২০০৫ সালে। অল্প সময়েই সেরার কাতারে উঠে আসা এবং এরপর থেকে একটা লম্বা সময় ধরে আর্জেন্টিনার আশা ভরসার কা-ারি হয়ে আছেন লিওনেল মেসি। পিএসজি তারকার কাঁধে চড়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দেশটি। দেশবাসীর আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি করতে পারে পাহাড়সম চাপ। অবশ্য আর্জেন্টিনা জাতীয় দলের ফিজিও লুইস মার্তিনের মতে, ক্যারিয়ারের শুরু থেকেই এমন চাপ নিয়ে খেলছে মেসি। সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে অসংখ্য সাফল্য পেলেও মাঝের দীর্ঘ সময় ধরে দেশের হয়ে মেসির অর্জন ছিল শূন্য। তখন নিজ দেশেও সমালোচনা শুনতে হয়েছিল তাকে। তবে গত কয়েক বছরে চিত্রটা বদলে গেছে। ২০১৪ বিশ্বকাপে স্বপ্নপূরণের খুব কাছে গিয়েছিলেন মেসি ও তার সতীর্থরা। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন হয় জার্মানি। পরের দুই বছর কোপা আমেরিকার ফাইনালে হারে আর্জেন্টিনা। অবশেষে, মেসির হাত ধরেই লাতিন আমেরিকার দেশটি ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপা খরা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে তারা ব্রাজিলকে তাদের মাটিতেই হারায়। পুরো টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। লিওনেল স্কালোনির কোচিংয়ে রেকর্ড টানা ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপে টপ ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, দলটির সাফল্য ও ব্যর্থতার অনেকটাই নির্ভর করবে মেসির ওপর। ফুটবল পাগল দেশটির জনগণ চেয়ে থাকবে তার পায়ের যাদুতে মগ্ন হওয়ার আশায়। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রত্যাশার চাপ তাই প্রবলভাবেই থাকবে মেসির কাঁধে। আর্জেন্টিনার ২২১ রেডিও চ্যানেলে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এই দিকটিই তুলে ধরেন মার্তিন। তিনি বলেন, মেসি-দি মারিয়ারা মাঠে দ্যুতি ছড়ান দেশকে আনন্দে ভাসানোর লক্ষ্যে। “দলে স্বস্তিদায়ক আবহ ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা তার। মেসি ও (আনহেল) দি মারিয়া দারুণ লড়াকু খেলোয়াড়। তারা প্রতিশোধ নিতে চায় না, তারা জনগণ, তাদের বন্ধু-বান্ধব ও পরিবারকে আনন্দ দেওয়ার চাপ নিয়ে খেলে।” আনহেল দি মারিয়ার বিশ্বকাপে খেলা নিয়ে অবশ্য অনিশ্চয়তা আছে। ঊরুর সমস্যায় ভুগছেন তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাইরে থাকতে হবে তাকে। মাঠের বাইরে আছেন আর্জেন্টিনার আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় পাওলো দিবালাও। তার চোট সমস্যাও ঊরুতে এবং বেশ গুরুতর। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি তার ক্লাব রোমা। বৈশ্বিক আসর শুরু হবে আগামী ২০ নভেম্বর। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় আগামী ১৪ নভেম্বর। মার্তিনের বিশ্বাস, বিশ্বকাপ শুরুর আগে দিবালাসহ চোটে থাকা অন্যরাও সেরে উঠবেন। “ক্লাবের সঙ্গে থাকা খেলোয়াড়দের ব্যাপারে আমরা খুবই সচেতন। আমরা প্রতিনিয়ত তাদের উন্নতি অনুসরণ করছি। আমরা নিশ্চিত যে দিবালা কাতারে থাকতে পারবে।” বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category