• সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

২০২২ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যত রেকর্ড

Reporter Name / ২৭৩ Time View
Update : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

স্পোর্টস ডেস্ক :
শেষ হয়ে গেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আরও একটি আসর। রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে ভারত। শনিবার বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় যুবারা। এই আসরে অষ্টম হয়েছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের যুব বিশ্বকাপ বেশকিছু রেকর্ড দেখেছে। যার মধ্যে অন্যতম টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এটি করেছেন দক্ষিণ আফ্রিকার ?‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস। তার রান ৬ ম্যাচে ৫০৬। যার কারণে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। চলুন একনজরে দেখে নিই এবারের আসরের যত রেকর্ড।
চ্যাম্পিয়ন: ভারত
রানার্সআপ: ইংল্যান্ড
ম্যান অব দ্য টুর্নামেন্ট: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)
ম্যান অব দ্য ফাইনাল: রাজ বাওয়া (ভারত)
সর্বাধিক রান: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)- ৫০৬ রান
সর্বাধিক উইকেট: দুনিথ উয়ালালাগে (শ্রীলঙ্কা)- ১৭ উইকেট
ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান: রাজ বাওয়া (ভারত)- ১৬২ রান
ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট: জেমি কেয়ার্নস (স্কটল্যান্ড)- ৬.৪ ওভারে ২৪ রান খরচায় ৬ উইকেট
সর্বাধিক সেঞ্চুরি: আরিফুল ইসলাম (বাংলাদেশ), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা) ও হাসিবুল্লাহ খান (পাকিস্তান)- তিনজনই সর্বোচ্চ ২টি করে শতক হাঁকিয়েছেন।
সর্বাধিক শূন্য রানে আউট: রাকিবুল হাসান (বাংলাদেশ) ও ইউনুসু সুওবি (উগান্ডা)- ৩ বার
সর্বাধিক ছক্কা: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)- ১৮টি
সর্বোচ্চ ব্যাটিং গড়: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)- ৮৪.৩৩
সর্বোচ্চ ব্যাটিং স্ট্রাইক রেট: দীনেশ বানা (ভারত)- ১৯০.৯০
সর্বাধিক পাঁচ উইকেট: দুনিথ উয়ালালাগে (শ্রীলঙ্কা)- ২ বার
সর্বাধিক ডিসমিশাল: সাইরাস কাকুরু (উগান্ডা)- ১৫ বার
সর্বাধিক ক্যাচ: কুপার কনলি (অস্ট্রেলিয়া)- ৮ বার
সবচেয়ে বড় জয়: ভারত (৩২৬ রানের ব্যবধানে)- প্রতিপক্ষ উগান্ডা
ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ: ভারত (৪০৫/৫)- প্রতিপক্ষ উগান্ডা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category