ডেসটিনির পলাতকদের গ্রেফতারে রেড অ্যালার্ট জারির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড প্রাপ্ত গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় পলাতক ৩৯ জনকে গ্রেফতারে (রেড অ্যালার্ট) নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুন) জামিনের ও আপিল শুনানিতে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামিন আবেদন নামঞ্জুর, আপিল আবেদনের গ্রহণযোগ্যতার (অ্যাডমিশন) বিষয়ে শুনানি, মামলার সব রেকর্ড কল, পেপার বুক প্রস্তুতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে মামলায় পলাতক আসামিদের গ্রেফতারে আইজিপি পুলিশ, এসিসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পলাতকদের গ্রেফতারে সংশ্লিষ্টদের রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছেন আদালত।