নিজস্ব প্রতিবেদক :
জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের দায়ে আবু সালাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৬০ বছরের কারাদ- দিয়েছেন আদালত। একই রায়ে তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদ- দেয়া হয়। গতকাল মঙ্গলবার জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন। দ-প্রাপ্ত আবু সালাম পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত বাচ্চা মোল্লার ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৭ জুলাই পাঁচবিবি উপজেলার বীরনগরে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবু সালাম। একপর্যায়ে দুই শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেন। পরে দুই শিশুর বাবা মামলা করেন। আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) ফিরোজা চৌধুরী বলেন, মামলার পর আদালতে দীর্ঘদিন শুনানি শেষে বিচারক এ রায় দেন।