• সোমবার, ২৯ মে ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের নিয়মিত অনুদান দিচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name / ৭৩ Time View
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে। ক্যানসার, কিডনিসহ ছয়টি দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সরকার নিয়মিত অনুদান দিচ্ছে। আজ রোববার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কিডনি ডায়ালাইসিস সেবায় ভর্তুকি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আগে দেশ’ ও ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ এ অনুষ্ঠানের আয়োজন করে। সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার (অবসরপ্রাপ্ত সচিব) হোসনে আরা বেগমের (এনডিসি) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ‘আগে দেশ’-এর প্রতিষ্ঠাতা ও সোনার বাংলা ফাউন্ডেশনের সভাপতি ড. আবু হেনা মোস্তফা কামাল, আগে দেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ রাশেদ প্রমুখ। মন্ত্রী বলেন, দেশে দূরারোগ্য বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। সীমিত আয়ের অসহায় মানুষের পক্ষে এসব রোগের ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবছর ৩০ হাজার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে। অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিতদের সহায়তায় প্রবাসীদের উদ্যোগে পরিচালিত ‘আগে দেশ’ সংস্থার কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগী সংস্থা ও ব্যক্তি উদ্যোগে মানবতার সেবায় এগিয়ে আসলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।’ পরে মন্ত্রীর পক্ষে ঢাকা, নরসিংদী, রাজশাহী ও রংপুরের রোগীদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেওয়া হয়। দেশে কিডনি রোগীদের অত্যাধুনিক ডায়ালাইসিস সেবা প্রদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আগে দেশ’কে সমাজকল্যাণ মন্ত্রণালয় দুই কোটি ৫০ লাখ টাকা ভর্তুকি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category