• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সব সরকারি কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বিদ্বেষপূর্ণ খালেদা জিয়া-তারেকসহ সব আসামি খালাস পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে: আইজিপি পদত্যাগ করলেন টিউলিপ প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর নির্বাচনের আগেই গণহত্যার বিচারের আশা আইন উপদেষ্টার বিপুলসংখ্যক গাড়ির ইঞ্জিন ভেজাল জ্বালানি তেলে নষ্ট হলেও পর্যাপ্ত নজরদারি নেই বছরের পর বছর নিলামের অপেক্ষায় কয়েক হাজার পণ্যভর্তি কনটেইনার রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও বাড়তে পারে নীতি সুদহার

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name / ৪৪১ Time View
Update : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী, হবিগঞ্জ এর আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স কক্ষে ১৬/১০/২০২১খ্রিঃ তারিখ বিকাল ৩.৩০ ঘটিকায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ জনাব এম.এল.বি মেছবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ। শুরুতে মোবাইল কোর্ট আইন এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান। অত্র ম্যাজিস্ট্রেসীর কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম। ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তিতে সাক্ষী এবং অভিযুক্তদের প্রতি ইস্যুকৃত সমনজারি, অনুসন্ধান এবং তদন্তকালীন দীর্ঘ সূত্রীতা ও প্রতিবন্ধকতা দূরীকরণ, জখমী সনদ ও ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণ বিষয়ের উপর আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। কনফারেন্সে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ জনাব এম.এল.বি মেছবাহ উদ্দিন আহমেদ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ। উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ) জনাব মোঃ হালিম উল্লাহ চৌধুরী, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান, পুলিশ সুপার পিবিআই জনাব মোঃ আল মামুন শিকদার, র‌্যাবের কোম্পানী কমান্ডার জনাব মোঃ নাহিদ হাসান, সিভিল সার্জন প্রতিনিধি আরএমও জনাব ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, হবিগঞ্জ জেলা বার এর সভাপতি মনজুর উদ্দিন আহমেদ শাহীন, জি.পি. (ভিপি) এডভোকেট এস.এ. মোছাব্বির বকুল। এছাড়াও হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী’র বিচারকবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা হক এবং পরিচালনা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইয়াছির আরাফাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category