• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
  • ই-পেপার

ফেনী জেলা জজ আদালত পুকুরে মৎস্য পোনা অবমুক্ত

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া :
ফেনী জেলা জজ আদালতের আঙ্গীনায় অবস্থিত পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩ টায় মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ, যুগ্ম জেলা ও দায়রা জজ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও অন্যান্য বিচারকবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও আদালতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। জেলা ও দায়রা জজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নাদীমাতৃক দেশ, আমাদের বাংলাদেশ। এক সময়ে নদী-নালা, খাল-বিল, হাওর ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তখন আমাদের বলা হতো মাছে ভাতে বাঙালি। বর্তমানে নানা কারণে আমাদের নদী-নালা, খাল-বিল ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ সংরক্ষণে দেশের জনগণের মাঝে বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। তাতে আমাদের মৎস্য আমিষের যোগান সহজতর হবে। দেশের খাল-বিল, মজা পুকুরে প্রত্যেকে যদি মৎস্য পোনা অবমুক্ত করি, আমাদের মাছের ঘাটতি পূরণ সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category