• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দিনে ১০-১২ বার লোডশেডিং, গরমে অতিষ্ঠ নীলফামারীর মানুষ মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য ভালো গন্তব্য: স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী গরমে লোডশেডিংয়ে ভুগছে গ্রামের মানুষ, ঢাকায় লোডশেডিংয়ে কম আগামী দিনে হজ ব্যবস্থাপনা আরও স্মার্ট হবে: ধর্মমন্ত্রী থাইল্যান্ডে শেখ হাসিনা, লাল গালিচা সংবর্ধনা আশ্রয়কেন্দ্র নির্মাণে সহায়তা করতে চায় ভারত: হাইকমিশনার কক্সবাজারে ‘রোহিঙ্গা ভোটারদের’ তালিকা চেয়েছেন হাইকোর্ট ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি ভিসা জটিলতায় এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে আশঙ্কা এজেন্সিগুলোর

শরীয়তপুরে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা: দু’জনের মৃত্যুদন্ড

Reporter Name / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরের জাজিরায় স্কুলছাত্র শাকিল মাদবরকে (১৫) অপহরণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের সাত বছরের কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ. ছালাম খান এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাকিব মাদবর বাবু (২২) ও ইমরান মোড়ল (২০)। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফিরোজ আহমেদ জানান, আসামিদের মধ্যে দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এতে আমরা সন্তুষ্ট। বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। এতে আমরা সন্তুষ্ট নয়। বাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করবে। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, শাকিল মাদবর জাজিরা উপজেলার হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের সালাম মাদবরের ছেলে। সে স্থানীয় অ্যাম্বিশন কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ২০২০ সালের ২৫ জুন বিকেলে শাকিল মাদবরকে খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সাকিব মাদবর বাবু। পরে সাকিব মাদবর বাবু (২০), আক্তার মাদবর (২৬), সজিব মাঝি (২২), ইমরান মোড়ল (২০), মহসিন হাওলাদার (২৫) ও স্বপন সরদার (৪৫) অপহরণ করে উপজেলার মোসলেম ঢালীর কান্দি গ্রামের বারেক মৃধার বাড়ির পাশে আটকে রাখে। একপর্যায়ে শাকিলের চাচা শাহাজুল ইসলাম মাদবরের কাছে মুঠোফোনে ও এসএমএসে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। অন্যদিকে শাকিলকে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকেন। মুক্তিপণ না দেওয়ায় শাকিলকে হত্যা করে পদ্মা সেতু সংলগ্ন ওই গ্রামের বারেক মৃধার বাড়ির পাশের বালুর মাঠে, মাটিচাপা দিয়ে রাখা হয়। পুলিশ ২৭ জুন ভোরে শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওইদিন জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই ছাত্রের বাবা সালাম মাদবর। ২০২০ সালের ১৭ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category