• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
  • ই-পেপার

১০২ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ-সংস্কার-সম্প্রসারণ

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ অঞ্চলের বিতরণ লাইন উন্নয়নে ১০২ কোটি ৬১ লাখ টাকায় ১২টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণ করা হবে। আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এই কাজ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান। তিনি জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত হয়। ক্রয় কমিটিতে ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ২টি, বিদ্যুৎ বিভাগের ১টি এবং সেতু বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। এতে মোট খরচ হবে দুই হাজার ৫৪৯ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা। অতিরিক্ত সচিব জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, ময়মনসিংহ জোন’ প্রকল্পের প্যাকেজ নং জিডি-১: লট-৫ এর আওতায় নির্মাণকাজ আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের কাছ থেকে ১০২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৩৫৯ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলের বিতরণ লাইন উন্নয়নের অংশ হিসেবে সেখানে ৭টি নতুন ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, তিনটি উপকেন্দ্র সংস্কার ও দুইটি উপকেন্দ্র ৩৩ কেভিতে সম্প্রসারণের প্রস্তাব নিয়ে এসেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এছাড়া বৈঠকে সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের লক্ষ্যে সার্ভিস প্রোভাইডার হিসেবে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিসিসিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় ৬৫ শতাংশ অর্থাৎ ৬৫৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৪০৮ টাকা এবং বৈদেশিক মুদ্রায় ৩৫ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৯৪০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২৬ কোটি ৮৩ লাখ ৯১ হাজার ৭৫৮ টাকা) পরিশোধের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category