• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
মাদ্রাসার সভাপতি হতে স্বাক্ষর জালিয়াতি, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক বান্দরবানে কেএনএফের আরো ১ নারী আটক: রিমান্ড ফেরত ১৪ জন আসামি কারাগারে অফিস সময়ে চিকিৎসকরা হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ৪৬ কিলোমিটার বাড়ছে ঢাকা আউটার রিং রোডের দৈর্ঘ্য, ব্যয় বাড়ছে তিনগুণ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে: শিক্ষামন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক অধিকার লঙ্ঘন করলেই মালিকদের জরিমানা: আইনমন্ত্রী মে দিবসের কর্মসূচি ঘোষণা করলেন প্রতিমন্ত্রী জরাজীর্ণ রেললাইন ও সেতুতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন নাটোরে অন্তঃসত্ত্বার রেডিওলজি পরীক্ষার ভুল রিপোর্ট, তদন্ত কমিটি

গ্যাস সংকট কাটেনি চট্টগ্রামে, প্রি-পেইড মিটার ভাড়া দ্বিগুণ

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগরীতে গ্যাস সংকট এখনও পুরোপুরি দূর হয়নি। এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ এই সংকটের মধ্যেই গ্যাসের প্রি-পেইড মিটারের ভাড়া এক লাফে দ্বিগুণ করেছে। হঠাৎ মিটারপ্রতি ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। তারা অভিযোগ করছেন, রিচার্জ করার সময় দেখতে পাচ্ছেন, ২০০ টাকা করে কর্তন করা হচ্ছে। কোনো ঘোষণা ছাড়াই এই মিটার ভাড়া বাড়ানো হয়েছে। চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকার বাসিন্দা সোনিয়া ধর বলছিলেন, এমনিতেই এখন দিনে-রাতে গ্যাস থাকে না। চুলা জ¦ললেও তা নিভু নিভু। গত অক্টোবর মাসের পর থেকে এই গ্যাস নিয়ে খুব যন্ত্রণায় দিন কাটাচ্ছি। এর মধ্যে গ্যাস রিচার্জ করতে ব্যাংকে গিয়ে দেখি ২০০ টাকা কেটে নিয়েছে, যা আগে নেওয়া হতো ১০০ টাকা। তাছাড়া আগে ১ হাজার টাকার রিচার্জ করলে ৫০ ইউনিট গ্যাস পাওয়া যেত। এখন কমিয়ে করা হয়েছে ৪৪ ইউনিট। আমাদের গ্রাহকদের ওপর এসব এক ধরনের অবিচারই বলতে হবে। কেননা এখন জিনিসপত্রের দামও বেশি। সেখানে হুট করে মিটার ভাড়ার নামে গ্যাসের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। একইভাবে ব্যাটারগলি এলাকার বাসিন্দা মো. রাফিন বলেন, ‘হঠাৎ মিটার ভাড়া দ্বিগুণ করাটা অযৌক্তিক। কোনো ঘোষণা ছাড়াই এবার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। আগে ভাড়া ৬০ টাকা ছিল। সেটা থেকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছিল। এখন আবার ২০০ টাকা করা হয়েছে। কেজিডিসিএল জানাচ্ছে, বর্তমানে মোট ৬ লাখ ২ হাজার ৩৮৫টি সংযোগ রয়েছে। এর মধ্যে ২ হাজার ৯১১টি বাণিজ্যিক, ৭০টি সিএনজি ফিলিং স্টেশন, ১ হাজার ১৮৭টি শিল্পগ্রাহক, ৪টি সার কারখানা ও ৫টি বিদ্যুৎকেন্দ্র এবং ৫ লাখ ৯৮ হাজার ১টি আবাসিক গ্রাহক (গৃহস্থালি) রয়েছে। এসব আবাসিক গ্রাহকের মধ্যে বর্তমানে ৬২ হাজারের মতো আবাসিক গ্রাহক প্রি-পেইড মিটারে গ্যাস ব্যবহার করছেন। এসব গ্রাহকের কাছ থেকে মিটার ভাড়া বাড়িয়ে ১০০ টাকা থেকে ২০০ টাকা করা হয়েছে। সেই হিসাবে কেজিডিসিএল কর্তৃপক্ষ ৬২ হাজার গ্রাহকের কাছ থেকে বর্ধিত ১০০ টাকা হারে প্রতি মাসে ৬২ লাখ টাকা এবং বছরে ৭ কোটি ৪৪ লাখ টাকা বাড়তি কামাচ্ছিল। এখন ২০০ টাকা হারে তারা প্রতি মাসে বাড়তি আয় করবে ১ কোটি ২৪ লাখ আর বছরে ১৪ কোটি ৮৮ লাখ টাকা। ঘোষণা ছাড়াই মিটার ভাড়া দ্বিগুণ করার বিষয়ে জানতে চাইলে কেজিডিসিএলের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) প্রকৌশলী অনুপম দত্ত বলেন, পেট্রোবাংলার নির্দেশনায় মিটার ভাড়া ২০০ টাকা করা হয়েছে। তাছাড়া কেজিডিসিএল কার্যালয়ে মিটার ভাড়া বাড়ানোর বিষয়ে একটি নোটিস দেওয়া হয়েছিল। কেজিডিসিএল-এর আয়ের বিষয়টিও তো দেখতে হবে। তাই মিটার ভাড়া বাড়ানো হয়েছে-গ্যাসের দাম নয়। কেজিডিসিএল বলছে, কর্ণফুলী গ্যাসের আবাসিকে গৃহস্থালি বা গ্যাসের চুলা রয়েছে ৫ লাখ ৯৮ হাজার ১টি। এর মধ্যে জাইকার অর্থায়নে ন্যাচারাল গ্যাস এফিসিয়েন্সি প্রজেক্টের মাধ্যমে প্রায় ৬২ হাজার গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে হাতে নেওয়া এ প্রকল্পে ব্যয় হয়েছে ২৪৭ কোটি ৬১ লাখ টাকা। ২০১৯ সালে এসব মিটার স্থাপন কাজ শেষ হয়েছিল। বর্তমানে নতুন করে আরও এক লাখ প্রি-পেইড মিটার স্থাপনে কাজ ছলছে। নতুন এ প্রকল্পের অধীনে মহানগরীর হালিশহর এলাকায় প্রি-পেইড মিটার স্থাপনের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category