• বুধবার, ০১ মে ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
অফিস সময়ে চিকিৎসকরা হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ৪৬ কিলোমিটার বাড়ছে ঢাকা আউটার রিং রোডের দৈর্ঘ্য, ব্যয় বাড়ছে তিনগুণ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে: শিক্ষামন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক অধিকার লঙ্ঘন করলেই মালিকদের জরিমানা: আইনমন্ত্রী মে দিবসের কর্মসূচি ঘোষণা করলেন প্রতিমন্ত্রী জরাজীর্ণ রেললাইন ও সেতুতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন নাটোরে অন্তঃসত্ত্বার রেডিওলজি পরীক্ষার ভুল রিপোর্ট, তদন্ত কমিটি আগামী বছর হজের খরচ আরও কমে আসবে: ধর্মমন্ত্রী শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে: স্পিকার

চেন্নাইয়ের রান পাহাড় টপকে সম্ভাবনা ধরে রাখল মোস্তাফিজের রাজস্থান

Reporter Name / ৩৬১ Time View
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক :
‘ইটের জবাব কী সুন্দর করেই না পাটকেল’ দিয়ে দিল রাজস্থান রয়্যালস। মোস্তাফিজদের পিটিয়ে স্কোরবোর্ডে ১৮৯ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যানরা। জবাব দিতে নেমে চেন্নাইয়ের বোলারদের বেদম পিটুনি দিলো রাজস্থানের ব্যাটসম্যানরা। ১৫ বল হাতে রেখেই তারা ৭ উইকেটের ব্যবধানে পৌঁছে গেলো জয়ের লক্ষ্যে।
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ধুন্দুমার একটি ম্যাচই দেখলো ক্রিকেট বিশ্ব, চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের মধ্যে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এমনিতেই চেন্নাই রয়েছে শীর্ষে। তবে সমান পয়েন্ট নিয়ে তাদেরই পরের অবস্থান দিল্লি ক্যাপিটালসের। আজ রাজস্থানকে হারাতে পারলে টেবিলে শীর্ষস্থানে নিরঙ্কুশভাবে অবস্থান করতো ধোনির দল।
কিন্তু রুতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত সেঞ্চুরির পরও হারতে হলো তাদের। জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকে রাজস্থান। উদ্বোধনী জুটিতেই এভিন লুইস আর জসশ্বি জসওয়াল তুলে নেন ৭৭ রান। ১২ বলে ২৭ রান করে আউট হন এভিন লুইস।
জসশ্বি জসওয়াল ছিলেন সবচেয়ে বিধ্বংসী। ২৭ বলে ৫০ রান করে আউট হন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৩টি। এরপর অধিনায়ক সাঞ্জু স্যামসন করেন ২৪ বলে ২৮ রান। তি উইকেট পড়ার পর যেন জ্বলে ওঠে শিভাম দুবের ব্যাট। ৪টি করে বাউন্ডার আর ছক্কার মারে তিনি ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপ।
শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯০ রানের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। এ নিয়ে ১২ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। যদিও পয়েন্ট টেবিলে রাজস্থান অবস্থান করছে ৬ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপর রয়েছে কেকেআর এবং পাঞ্জাব কিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রাস সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। ফ্যাফ ডু প্লেসি করেন ২৫ রান। শেষ মুহূর্তে রবিন্দ্র জাদেজা ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category