• বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
চট্টগ্রামে চলমান-প্রস্তাবিত কার্যক্রম প্রসঙ্গে নানা প্রশ্নের ব্যাখ্যা দিলেন বাপাউবো বিজিবি-বিএসএফের মহানুভবতায় জিরো পয়েন্টে মা-মেয়ের শেষবিদায় বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড় ‘মব’ সংস্কৃতির কারণে জাতীয় সম্ভাবনা ভূলুণ্ঠিত হচ্ছে: মাহফুজ আলম অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা আইয়ামে জাহেলিয়াতের নমুনা প্রতিষ্ঠা করে গেছেন: ড. ইউনূস ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনেরই প্রস্ততি নিচ্ছে ইসি দদুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি লিবিয়ায় দুই গণকবর থেকে ৪৯ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার

নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৫০৭ Time View
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

মশিউর রহমান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মাদক মামলায় রিক্তা পারভীন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার(২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
হদন্ডপ্রাপ্ত রিক্তা পারভীন সদর উপজেলার লস্কারপুর গ্রামের শহিদুল মেম্বরের স্ত্রী। মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই মামলার অপর একটি ধারায় ৩ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ মামলার অন্য তিন আসামী সুরভী খাতুন, শহিদুল ইসলাম মেম্বর ও বাশার শেখকে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাশ দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এড. এমদাদুল ইসলাম বলেন, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(খ) এবং একই আইনের ১৯(১) এর ৭(খ) ধারায় এ কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
মামলার বিবরনে জানাগেছে, নড়াইলের ডিবি পুলিশ গত ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার লস্কারপুর গ্রামের শহিদুল মেম্বরের বাড়িতে অভিযান চালায়। এসময় আসামী রিতা পরভীনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে রান্না ঘরের মধ্য থেকে মাটিতে পুতে রাখা ৬৪ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ১১/০৮-০৯-২০১৫। দীর্ঘ শুনানী শেষে মামলায় ১৬ জন স্াক্ষীর সাক্ষগ্রহন শেষে আদালত এ রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category